অনলাইন ডেস্ক
পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান তাঁর মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। সেই লক্ষ্যমাত্রা পূরণ না হয় তবে জনগণ মন্ত্রীদের অপসারণের দাবি তুলতে পারে এবং সেই অনুসারে তাঁকে অপসারণও করা হতে পারে। আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শুরুতে ভগবন্ত মান পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের মাত্র তিন দিনের মধ্যে মান প্রদেশের বিভিন্ন এলাকায় সফর করেছেন।
নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, নতুন মুখ্যমন্ত্রী এরই মধ্যেই মন্ত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে জনগণের নিরাপত্তায় নিয়োজিত করেছেন। ফসল নষ্ট হওয়ায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি (মান) দুর্নীতিবিরোধী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
মোহালিতে আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়কদের এক বৈঠকে তাঁদের সম্বোধন করে কেজরিওয়াল বলেন, ‘যে বিধায়কদের কেবল চণ্ডীগড়ে বসে থাকলে হবে না। দলের মন্ত্র হলো একজন বিধায়ক মানুষের মধ্যে ঘুরে বেড়াবেন, গ্রামে গ্রামে যাবেন।’
আম আদমি পার্টির বিধায়কদের মূল্যায়ন প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘পাঞ্জাবের মানুষ হীরা বেছে নিয়েছে। ভগবন্ত মানের নেতৃত্বে আমাদের ৯২ জন বিধায়ককে একটি দল হিসেবে কাজ করতে হবে।’
উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পাঞ্জাবের বিধানসভার ১১৭ আসনের মধ্যে ৯২টি আসন জিতেছে।
পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান তাঁর মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। সেই লক্ষ্যমাত্রা পূরণ না হয় তবে জনগণ মন্ত্রীদের অপসারণের দাবি তুলতে পারে এবং সেই অনুসারে তাঁকে অপসারণও করা হতে পারে। আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রোববার এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শুরুতে ভগবন্ত মান পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের মাত্র তিন দিনের মধ্যে মান প্রদেশের বিভিন্ন এলাকায় সফর করেছেন।
নতুন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, নতুন মুখ্যমন্ত্রী এরই মধ্যেই মন্ত্রীদের নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে জনগণের নিরাপত্তায় নিয়োজিত করেছেন। ফসল নষ্ট হওয়ায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি (মান) দুর্নীতিবিরোধী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
মোহালিতে আম আদমি পার্টি থেকে নির্বাচিত বিধায়কদের এক বৈঠকে তাঁদের সম্বোধন করে কেজরিওয়াল বলেন, ‘যে বিধায়কদের কেবল চণ্ডীগড়ে বসে থাকলে হবে না। দলের মন্ত্র হলো একজন বিধায়ক মানুষের মধ্যে ঘুরে বেড়াবেন, গ্রামে গ্রামে যাবেন।’
আম আদমি পার্টির বিধায়কদের মূল্যায়ন প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘পাঞ্জাবের মানুষ হীরা বেছে নিয়েছে। ভগবন্ত মানের নেতৃত্বে আমাদের ৯২ জন বিধায়ককে একটি দল হিসেবে কাজ করতে হবে।’
উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পাঞ্জাবের বিধানসভার ১১৭ আসনের মধ্যে ৯২টি আসন জিতেছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৬ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৬ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৭ ঘণ্টা আগে