নিজের রক্ত দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়ন ঠেকানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিকদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এ কথা বলেছেন মমতা। তিনি বলেছেন, বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবেই এই বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে কয়েক দশকের পুরোনো উত্তরাধিকারের নথিপত্রের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার মাধ্যমে রাজ্যে একটি আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার খোলার লক্ষ্যে কেন্দ্র সরকারকে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বাস্তবায়নের অনুমতি দেবেন না তিনি।
সংবাদ সম্মেলনে মমতা বিজেপির নেতৃত্বে কেন্দ্র সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘তারা আসামের মতো এখানেও এনআরসি আনার চেষ্টা করছে...আমি আমার রক্ত দেব, কিন্তু এনআরসি চালু হতে দেব না। আমরা তাদের বাংলায় আটক কেন্দ্র তৈরি করতে দেব না।’
এর আগে পশ্চিমবঙ্গের নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া যায় সেখানকার অনেক নাগরিকের আধার কার্ড স্থগিত করা হয়েছে। অনেক নাগরিক অভিযোগ করেন, কেন্দ্র সরকারের ইউনিক আইডেনটিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) পক্ষ থেকে তাঁরা একটি বার্তা পেয়েছেন। সেখানে বলা হয়েছে, আপনার আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং এর কারণ হলো—এই দেশে থাকার জন্য যেসব শর্ত পূরণ প্রয়োজন তা পূর্ণ করা হয়নি।
এর আগে, গত মাস খানেক সময় ধরেই বিজেপি সরকারের মন্ত্রীরা বলে আসছেন তাঁরা অতি দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন করবেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক লাইন আগে বেড়ে ঘোষণা দিয়েছেন, তাঁর সরকার এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগেই এই আইন বাস্তবায়ন শুরু করবে।
নিজের রক্ত দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়ন ঠেকানোর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে নাগরিকদের আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এ কথা বলেছেন মমতা। তিনি বলেছেন, বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবেই এই বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে কয়েক দশকের পুরোনো উত্তরাধিকারের নথিপত্রের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার মাধ্যমে রাজ্যে একটি আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার খোলার লক্ষ্যে কেন্দ্র সরকারকে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি বাস্তবায়নের অনুমতি দেবেন না তিনি।
সংবাদ সম্মেলনে মমতা বিজেপির নেতৃত্বে কেন্দ্র সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘তারা আসামের মতো এখানেও এনআরসি আনার চেষ্টা করছে...আমি আমার রক্ত দেব, কিন্তু এনআরসি চালু হতে দেব না। আমরা তাদের বাংলায় আটক কেন্দ্র তৈরি করতে দেব না।’
এর আগে পশ্চিমবঙ্গের নদীয়া, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া যায় সেখানকার অনেক নাগরিকের আধার কার্ড স্থগিত করা হয়েছে। অনেক নাগরিক অভিযোগ করেন, কেন্দ্র সরকারের ইউনিক আইডেনটিফিকেশন অথোরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) পক্ষ থেকে তাঁরা একটি বার্তা পেয়েছেন। সেখানে বলা হয়েছে, আপনার আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং এর কারণ হলো—এই দেশে থাকার জন্য যেসব শর্ত পূরণ প্রয়োজন তা পূর্ণ করা হয়নি।
এর আগে, গত মাস খানেক সময় ধরেই বিজেপি সরকারের মন্ত্রীরা বলে আসছেন তাঁরা অতি দ্রুত নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন করবেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক লাইন আগে বেড়ে ঘোষণা দিয়েছেন, তাঁর সরকার এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের আগেই এই আইন বাস্তবায়ন শুরু করবে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে