Ajker Patrika

বিধানসভা নির্বাচন: কংগ্রেসের দখলে হিমাচল, গুজরাটে বিজেপি 

বিধানসভা নির্বাচন: কংগ্রেসের দখলে হিমাচল, গুজরাটে বিজেপি 

ভারতের দুই রাজ্য গুজরাট এবং হিমাচলের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় বিজেপি পেয়েছে ১৫৬টি আসন এবং ৬৮ আসনের হিমাচল বিধানসভায় কংগ্রেসের দখলে গেছে ৩৯টি আসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গুজরাট বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১ ও ৫ ডিসেম্বর এবং হিমাচল বিধানসভার ভোটগ্রহণ হয় ১২ নভেম্বর। আজ বৃহস্পতিবার দুই রাজ্যেরই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ঘোষিত ফলাফল অনুসারে, বিগত কয়েকবারের বিধানসভা নির্বাচনের মতো এবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। তবে হিমাচলে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস।

গুজরাট বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ১৫৬টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কংগ্রেস এবং আম আদমি পার্টি গুজরাটে লড়াইয়ের ইঙ্গিত দিলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি দল দুটি। কংগ্রেস গুজরাট বিধানসভায় পেয়েছে মাত্র ১৭টি আসন এবং আম আদমি পার্টি পেয়েছে মাত্র ৫টি আসন। অথচ এর আগে, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দখলে ছিল ৭৮টি আসন।

গুজরাটে ভালো করতে না পারলেও হিমাচলে বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। দলটি আগের বারের চেয়ে ১৮টি আসন বেশি পেয়ে রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে। কংগ্রেসের মোট আসন ৩৯টি। বিপরীতে ১৮টি আসন কমে বিজেপির আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৬ এ। হিমাচলে আম আদমি প্রার্থী দিলেও খুব বেশি সুবিধা করতে পারেনি। একটি আসনও পায়নি দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত