Ajker Patrika

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌ কর্মকর্তা আটক

আজকের পত্রিকা ডেস্ক­
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌ কর্মকর্তা অভিযুক্ত বিশাল যাদব। ছবি: সংগৃহীত
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌ কর্মকর্তা অভিযুক্ত বিশাল যাদব। ছবি: সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের নয়াদিল্লিতে নৌ সদর দপ্তরে কর্মরত এক ভারতীয় নৌসেনা সদস্যকে আটক করা হয়েছে। ওই নৌসেনা কর্মকর্তা অপারেশন সিঁদুর-সম্পর্কিত গোপন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত বিশাল যাদব নামের ওই ব্যক্তি ডকইয়ার্ড অধিদপ্তরের উচ্চপদস্থ ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ জুন) রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা তাঁকে হেফাজতে নেয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। হরিয়ানার রেওয়ারির পুনসিকার বাসিন্দা যাদবকে ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), যাদবকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন নারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে দেখেছে বলে জানিয়েছেন সিআইডি সিকিউরিটির ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বিষ্ণুকান্ত গুপ্তা। আইজিপি গুপ্তা জানান, ‘প্রিয়া শর্মা’ ছদ্মনামে ওই নারী অর্থ দিয়ে বিশালকে প্রলুব্ধ করেন। এরপর নৌ সদর দপ্তর থেকে কৌশলগতভাবে সংবেদনশীল ও গোপনীয় তথ্য বের করার চেষ্টা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, যাদব অনলাইন গেমিংয়ে আসক্ত ছিলেন এবং তাঁর আর্থিক চাহিদা মেটাতে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছিলেন।

আইজিপি গুপ্তা বলেন, ‘তিনি নারী পাকিস্তানি গুপ্তচরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করতেন এবং বিনিময়ে তাঁর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে ইউএসডিটি এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ গ্রহণ করতেন।’

আইজিপি গুপ্তা আরও জানান, যাদবের মোবাইল ফোন থেকে উদ্ধারকৃত চ্যাট এবং নথিপত্রের ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে, তিনি গত ৭ মে ভোরে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি ওই গুপ্তচরের কাছে নৌবাহিনী ও প্রতিরক্ষা-সম্পর্কিত গোপনীয় তথ্য শেয়ার করেছেন।

গত ২২ এপ্রিলের পেহেলগাম সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। এই অপারেশনের সময় ভারতের সামরিক বাহিনী পাকিস্তান ও পাক-নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে। এতে ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয় বলে দাবি করে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত