চন্দ্রপৃষ্ঠে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানকে ‘শিব শক্তি পয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার বেঙ্গালুরুতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে মোদি এই নামকরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কে (আইএসটিআরএসি) চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানেই তিনি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণস্থলের নামকরণ করেন।
মোদি বলেন, ‘চাঁদে যে স্থানে কোনো দেশের যান অবতরণ করে, সে স্থানের নামকরণের বিষয়টি প্রথার মতো এবং এ কারণেই বিক্রম ল্যান্ডার যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এখন থেকে সেই জায়গা পরিচিত হবে “শিব শক্তি পয়েন্ট” নামে।’ ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিব শক্তি নামের শক্তি এসেছে মূলত নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে।’
এর আগে ২০১৯ সালে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ চাঁদে গিয়ে বিধ্বস্ত হয়। এদিন চন্দ্রযান-২ বিধ্বস্ত হওয়ার স্থানটিকে মোদি ‘তেরঙা পয়েন্ট’ নামে অভিহিত করেন। এ বিষয়ে মোদি বলেন, ‘ভারত চন্দ্রযান-২-এর ল্যান্ডার ক্রাশ করার স্থানেরও নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।’
মোদি বলেন, ‘এর আগে ভারত সেই স্থানের নামকরণ করা উচিত হবে না বলে নামকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ চন্দ্রযান-৩ মিশন সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে। আর তাই এখনই সময় চন্দ্রযান-২ মিশনের রেখে যাওয়া চিহ্ন স্মরণীয় করে রাখার উপযুক্ত সময়। আর যেহেতু এখন আমাদের সবার ঘরেই তেরঙা (ভারতের জাতীয় পতাকা) আছে, এমনকি চাঁদেও রয়েছে, তাই সেই স্থানের নাম তেরঙা পয়েন্ট রাখাই সবচেয়ে যুক্তিযুক্ত।’
মোদি এদিন আরও একটি ঘোষণা দেন। সেটি হলো, এখন থেকে প্রতিবছর ২৩ আগস্ট ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। তিনি বলেন, ‘অনাগত প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অনুপ্রেরণা দিতে এখন থেকে এই দিন উদ্যাপন করা হবে।’
এর আগে গত ২৩ আগস্ট চাঁদের বুকে নামে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফলতার সঙ্গে ও নিরাপদে মহাকাশযান অবতরণের ইতিহাস গড়ে ভারত। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রযান-৩-এর নিরাপদ অবতরণ হয় বলে জানায় বিবিসি। এর আগের সব অভিযান ছিল বিষুব রেখার কাছে চন্দ্রপৃষ্ঠে। পানির খোঁজে দক্ষিণ মেরুতে অভিযান এই প্রথম।
চন্দ্রপৃষ্ঠে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানকে ‘শিব শক্তি পয়েন্ট’ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার বেঙ্গালুরুতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে মোদি এই নামকরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কে (আইএসটিআরএসি) চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানেই তিনি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণস্থলের নামকরণ করেন।
মোদি বলেন, ‘চাঁদে যে স্থানে কোনো দেশের যান অবতরণ করে, সে স্থানের নামকরণের বিষয়টি প্রথার মতো এবং এ কারণেই বিক্রম ল্যান্ডার যে স্থানে অবতরণ করেছে, সেই স্থানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এখন থেকে সেই জায়গা পরিচিত হবে “শিব শক্তি পয়েন্ট” নামে।’ ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিব শক্তি নামের শক্তি এসেছে মূলত নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে।’
এর আগে ২০১৯ সালে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ চাঁদে গিয়ে বিধ্বস্ত হয়। এদিন চন্দ্রযান-২ বিধ্বস্ত হওয়ার স্থানটিকে মোদি ‘তেরঙা পয়েন্ট’ নামে অভিহিত করেন। এ বিষয়ে মোদি বলেন, ‘ভারত চন্দ্রযান-২-এর ল্যান্ডার ক্রাশ করার স্থানেরও নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।’
মোদি বলেন, ‘এর আগে ভারত সেই স্থানের নামকরণ করা উচিত হবে না বলে নামকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ চন্দ্রযান-৩ মিশন সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছে। আর তাই এখনই সময় চন্দ্রযান-২ মিশনের রেখে যাওয়া চিহ্ন স্মরণীয় করে রাখার উপযুক্ত সময়। আর যেহেতু এখন আমাদের সবার ঘরেই তেরঙা (ভারতের জাতীয় পতাকা) আছে, এমনকি চাঁদেও রয়েছে, তাই সেই স্থানের নাম তেরঙা পয়েন্ট রাখাই সবচেয়ে যুক্তিযুক্ত।’
মোদি এদিন আরও একটি ঘোষণা দেন। সেটি হলো, এখন থেকে প্রতিবছর ২৩ আগস্ট ভারতের জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। তিনি বলেন, ‘অনাগত প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অনুপ্রেরণা দিতে এখন থেকে এই দিন উদ্যাপন করা হবে।’
এর আগে গত ২৩ আগস্ট চাঁদের বুকে নামে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফলতার সঙ্গে ও নিরাপদে মহাকাশযান অবতরণের ইতিহাস গড়ে ভারত। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রযান-৩-এর নিরাপদ অবতরণ হয় বলে জানায় বিবিসি। এর আগের সব অভিযান ছিল বিষুব রেখার কাছে চন্দ্রপৃষ্ঠে। পানির খোঁজে দক্ষিণ মেরুতে অভিযান এই প্রথম।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় পৌনে দুই বছর ধরে। এই সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ছিটমহলটিতে ইসরায়েল যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও লক্ষাধিক।
১০ মিনিট আগেনৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৯ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
১০ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগে