Ajker Patrika

পাঞ্জাবে বিজেপি, ইউপিতে কংগ্রেসের হার স্বীকার!

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৬: ৩২
পাঞ্জাবে বিজেপি, ইউপিতে কংগ্রেসের হার স্বীকার!

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। রাজ্যগুলো হলো গোয়া, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও মণিপুর। পাঁচ রাজ্যের চারটিতেই জেতার আশাবাদ ব্যক্ত করেছে কংগ্রেস ও বিজেপি। তবে দুটি দলই একটি করে রাজ্যে নিজেদের হারের কথা একরকম স্বীকার করেই নিয়েছে। 

ভোটগ্রহণ পর্ব শেষ না হতেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে দাবি করেন, উত্তর প্রদেশ (ইউপি), উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় ক্ষমতা ধরে রাখবে তাঁর দল। পাঞ্জাবেও ভালো ফল হবে। কিন্তু সরকার গঠনে তাঁদের যে আশা নেই, সেটাও মেনে নিয়েছেন তিনি। 

অন্যদিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দাবি, ইউপিতে বিজেপি হারছে। বাকি চার রাজ্যে কংগ্রেসেরই সরকার হবে। কংগ্রেসিরা নিশ্চিত, তাঁরা না পারলেও সমাজবাদী পার্টি হারাবে বিজেপিকে। ঠিক তেমনি বিজেপি শিবিরের আশা, পাঞ্জাবে তারা না পারলেও আম আদমি পার্টির কাছে পরাস্ত হবে কংগ্রেস। 

আগামীকাল সোমবার ইউপির ৫৪টি বিধানসভা কেন্দ্রের সপ্তম তথা শেষ দফার ভোট অনুষ্ঠিত হবে। বাকি চার রাজ্যের ভোটগ্রহণ আগেই শেষ। ফলাফল ঘোষণা হবে আগামী ১০ মার্চ। তবে সোমবার সন্ধ্যা থেকেই বুথফেরত জরিপের ফলাফল আসতে পারে। 

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এবার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে পাঁচ রাজ্যেই। তবে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই শুধু উত্তরাখণ্ডে। ইউপিতে বিজেপি বনাম সমাজবাদী পার্টি ও পাঞ্জাবে কংগ্রেস বনাম আম আদমি পার্টির লড়াই হচ্ছে জমজমাট। তেমনি গোয়া ও মণিপুরে বিজেপি ও কংগ্রেস ছাড়াও আঞ্চলিক দলগুলোও রয়েছে লড়াইয়ের মাঠে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন। তাই ভারতে ১০ মার্চের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত