Ajker Patrika

করোনায় ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে

করোনায় ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ১৪৫ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪১ জন; যা আগের দিনের তুলনায় একজন বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। 

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ লাখ ২২ হাজার ৬৯৫ জনে দাঁড়িয়েছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ লাখ ১ হাজার ৬১২ জন। 

ভারতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালায়। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৬ জন। এ ছাড়া মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৫৭ জন। 

ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ৪ লাখ ৯ হাজার ৮০৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে করোনায় দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত