Ajker Patrika

আগামী বছর ব্রিকসকে ‘নতুনভাবে’ সংজ্ঞায়িত করবে ভারত: মোদি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৮: ৫০
ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

আগামী বছর ব্রিকস-এর সভাপতিত্ব গ্রহণের পর ভারত এই জোটকে ‘নতুন রূপে’ সংজ্ঞায়িত করবে এবং গ্লোবাল সাউথের মুখ্য সমস্যা ও চাহিদাগুলোকে অগ্রাধিকার দেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা জানিয়েছেন।

গতকাল সোমবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত বার্ষিক ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ২০২৬ সালে ভারতের নেতৃত্বে ব্রিকস মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করবে।

মোদি আরও বলেন, ‘ভারতের সভাপতিত্বে আমরা এই জোটকে নতুনভাবে সংজ্ঞায়িত করব। ব্রিকসের অর্থ হবে—সহনশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে সহযোগিতা এবং টেকসই উন্নয়ন (বিল্ডিং রিসাইলেন্স অ্যান্ড ইনোভেশন ফর কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি)।’

মোদি আরও বলেন, ‘আমরা যেমন জি-২০ নেতৃত্বের সময় বৈশ্বিক দক্ষিণের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছি, তেমনি ব্রিকস নেতৃত্বেও মানুষের প্রতি মনোনিবেশ করব এবং মানবিকতাকে প্রাধান্য দেব।’

সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ওপর বৈশ্বিক দক্ষিণের বহু প্রত্যাশা। এটি পূরণ করার জন্য আমাদের উদাহরণ তৈরি করে নেতৃত্ব দেওয়া উচিত। ভারত সব অংশীদারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলতে অঙ্গীকারবদ্ধ।’

২০০৬ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের সমন্বয়ে ব্রিকস গঠিত হয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এতে যোগ দেয়। ২০২৪ সালে ইরান, মিসর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হয়। চলতি বছর ইন্দোনেশিয়াও সদস্যপদ লাভ করেছে। আরও ৩০টির বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে।

বিগত কয়েক বছর ধরে ভারতসহ ব্রিকস সদস্যরা একটি বহুমাত্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার কথা বলে আসছে। রিও সম্মেলনে যোগদানের আগে মোদি বলেছিলেন, ‘আমরা একসঙ্গে একটি আরও শান্তিপূর্ণ, ন্যায়সংগত, ভারসাম্যপূর্ণ ও গণতান্ত্রিক বহুমাত্রিক বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছি।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার হুমকি দিয়েছেন, যে দেশ ব্রিকসের সঙ্গে যুক্ত হবে, তাদের ওপর তিনি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। তিনি এই জোটকে ‘আমেরিকাবিরোধী নীতির অনুসারী’ বলে অভিযোগ করেছেন।

রিও সম্মেলনের শেষে ব্রিকস সদস্যরা এক যৌথ ঘোষণাপত্রে একতরফা শুল্ক আরোপের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের অবিবেচনাপ্রসূত বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। তবে এই বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত