কলকাতা সংবাদদাতা
বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।
বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।
মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়িসহ উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা। ভয়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। একই সঙ্গে ভূমিকম্প বোঝা যায় কলকাতা, দিল্লি, বিহারের বিভিন্ন এলাকায়। মোট পাঁচটি দেশে কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনও কেঁপে ওঠে এই ভূমিকম্পে।
আজ মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। নেপাল থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কম্পনের তীব্রতা কমেছে। সকাল ৭টা ২ মিনিট নাগাদ নেপালে আফটার শক অনুভূত হয়। সেবার কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। কলকাতায় ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ।
বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। চিনে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি এবং বিহারের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে।
বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।
বছর দু-এক আগে, ২০২৩ সালের নভেম্বরে তীব্র ভূমিকম্পে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। প্রাণ হারিয়েছিল বহু মানুষ। এরপর আজ মঙ্গলবার সকালে আবারও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি। এবার উৎসস্থল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী ভারতের পশ্চিমবঙ্গের ওপর। রাজ্যটির পার্বত্য অঞ্চলে বেশ শক্তভাবেই টের পাওয়া যায় কম্পন।
মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়িসহ উত্তরাংশের বিস্তীর্ণ এলাকা। ভয়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। একই সঙ্গে ভূমিকম্প বোঝা যায় কলকাতা, দিল্লি, বিহারের বিভিন্ন এলাকায়। মোট পাঁচটি দেশে কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনও কেঁপে ওঠে এই ভূমিকম্পে।
আজ মঙ্গলবার ভোর ৬টা ৩৫ মিনিট নাগাদ কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। নেপাল থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কম্পনের তীব্রতা কমেছে। সকাল ৭টা ২ মিনিট নাগাদ নেপালে আফটার শক অনুভূত হয়। সেবার কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। কলকাতায় ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ।
বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। চিনে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি এবং বিহারের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৯ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৯ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৯ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
১০ ঘণ্টা আগে