অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সিচালকের সঙ্গে ভারতীয় এক নারীর অদ্ভুত ও মজার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরিয়ান চালকটি বিশ্বাসই করতে পারছিলেন না, ‘ইন্ডিয়া’ নামে কোনো দেশ রয়েছে!
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর পীযূষা পাতিল জানান, দক্ষিণ কোরিয়ার ট্যাক্সিচালকেরা প্রায়ই অদ্ভুত প্রশ্ন করেন এবং তাঁর সঙ্গে ট্যাক্সিতে কিছু ‘অবিশ্বাস্য’ কথোপকথনও হয়। উদাহরণ হিসেবে তিনি এমনই একটি কথোপকথনের ভিডিও প্রকাশ করেন।
ভিডিওটির শুরুতে দেখা যায়, এক কোরিয়ান চালক পীযূষার কাছে জানতে চেয়েছেন, তিনি কোন দেশ থেকে এসেছেন। পীযূষা উত্তর দেন, তিনি ইন্ডিয়া থেকে এসেছেন। তবে চালক জানান, তিনি এমন কোনো দেশের নাম শোনেননি।
এরপর পীযূষা ওই চালককে বোঝানোর চেষ্টা করেন, চীন ও পাকিস্তানের কাছাকাছি অবস্থিত একটি দেশ ইন্ডিয়া। কিন্তু ওই চালক এটাকে ‘ইন্দোনেশিয়া?’ বলে সংশোধন করার চেষ্টা করেন। পাতিল হাসতে থাকেন এবং বলেন, ‘না, এটি ভারত বা ইন্ডিয়া।
কিন্তু ড্রাইভার কিছুতেই মানতে চান না, ইন্ডিয়া বলে কোনো দেশ আছে এবং বারবার জিজ্ঞেস করতে থাকেন, ‘ইন্ডিয়া নামে কিছু আছে নাকি? সেখানে কত লোক বাস করে?’
পীযূষা তখন উত্তর দেন, ‘ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।’ তাঁর এই উত্তর শুনে বিস্ময়ে চমকে যান চালক এবং বলেন, ‘চীনে ১৩০ কোটি মানুষ আছে!’
পীযূষা তখন জানান, ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি। এবার অবশ্য চালকটি প্রথমবারের মতো বুঝতে পারেন, পাতিল আসলে কোন দেশ সম্পর্কে বলছেন।
ইনস্টাগ্রামের অনেক ব্যবহারকারী ভিডিওটি দেখে ট্যাক্সিচালকের সরল প্রতিক্রিয়ায় হতবাক হয়েছেন। একজন মন্তব্য করেন, ‘তিনি কি সত্যিই জানতেন না ভারত সম্পর্কে, নাকি শুধু অভিনয় করেছেন? বিশ্বাস করা কঠিন!’
দক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সিচালকের সঙ্গে ভারতীয় এক নারীর অদ্ভুত ও মজার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরিয়ান চালকটি বিশ্বাসই করতে পারছিলেন না, ‘ইন্ডিয়া’ নামে কোনো দেশ রয়েছে!
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর পীযূষা পাতিল জানান, দক্ষিণ কোরিয়ার ট্যাক্সিচালকেরা প্রায়ই অদ্ভুত প্রশ্ন করেন এবং তাঁর সঙ্গে ট্যাক্সিতে কিছু ‘অবিশ্বাস্য’ কথোপকথনও হয়। উদাহরণ হিসেবে তিনি এমনই একটি কথোপকথনের ভিডিও প্রকাশ করেন।
ভিডিওটির শুরুতে দেখা যায়, এক কোরিয়ান চালক পীযূষার কাছে জানতে চেয়েছেন, তিনি কোন দেশ থেকে এসেছেন। পীযূষা উত্তর দেন, তিনি ইন্ডিয়া থেকে এসেছেন। তবে চালক জানান, তিনি এমন কোনো দেশের নাম শোনেননি।
এরপর পীযূষা ওই চালককে বোঝানোর চেষ্টা করেন, চীন ও পাকিস্তানের কাছাকাছি অবস্থিত একটি দেশ ইন্ডিয়া। কিন্তু ওই চালক এটাকে ‘ইন্দোনেশিয়া?’ বলে সংশোধন করার চেষ্টা করেন। পাতিল হাসতে থাকেন এবং বলেন, ‘না, এটি ভারত বা ইন্ডিয়া।
কিন্তু ড্রাইভার কিছুতেই মানতে চান না, ইন্ডিয়া বলে কোনো দেশ আছে এবং বারবার জিজ্ঞেস করতে থাকেন, ‘ইন্ডিয়া নামে কিছু আছে নাকি? সেখানে কত লোক বাস করে?’
পীযূষা তখন উত্তর দেন, ‘ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।’ তাঁর এই উত্তর শুনে বিস্ময়ে চমকে যান চালক এবং বলেন, ‘চীনে ১৩০ কোটি মানুষ আছে!’
পীযূষা তখন জানান, ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি। এবার অবশ্য চালকটি প্রথমবারের মতো বুঝতে পারেন, পাতিল আসলে কোন দেশ সম্পর্কে বলছেন।
ইনস্টাগ্রামের অনেক ব্যবহারকারী ভিডিওটি দেখে ট্যাক্সিচালকের সরল প্রতিক্রিয়ায় হতবাক হয়েছেন। একজন মন্তব্য করেন, ‘তিনি কি সত্যিই জানতেন না ভারত সম্পর্কে, নাকি শুধু অভিনয় করেছেন? বিশ্বাস করা কঠিন!’
ছাত্র বিক্ষোভের সমর্থনে সার্বিয়ার পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছেন বিরোধী আইনপ্রণেতারা। যা দেশটির চলমান সরকারবিরোধী বিক্ষোভের উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার পার্লামেন্টে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে একজন আইনপ্রণেতা
১ ঘণ্টা আগেচীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় পাল্টা ব্যবস্থা নিয়েছে চীনও। দেশটি এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগি, গরুর মাংস, শূকরের মাংস ও সয়াবিনের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক বসিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘোষণা দিয়েছেন—চীন যে কোনো বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়া
২ ঘণ্টা আগেকাউকে ‘মিয়াঁ-টিয়াঁ’ বা ‘পাকিস্তানি’ সম্বোধন খারাপ, কিন্তু ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো অপরাধ নয়। একটি মামলার রায় শেষে এমন মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই ধরনের মন্তব্য অনুচিত। তবে এটি কোনোভাবেই ফৌজদারি বিধির লঙ্ঘন নয়।
৩ ঘণ্টা আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
৫ ঘণ্টা আগে