Ajker Patrika

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২০: ৫০
কোরিয়ায় একটি ট্যাক্সিতে চড়েছেন ভারতীয় নারী পীযূষা পাতিল। ছবি: এনডিটিভি
কোরিয়ায় একটি ট্যাক্সিতে চড়েছেন ভারতীয় নারী পীযূষা পাতিল। ছবি: এনডিটিভি

দক্ষিণ কোরিয়ার এক ট্যাক্সিচালকের সঙ্গে ভারতীয় এক নারীর অদ্ভুত ও মজার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কোরিয়ান চালকটি বিশ্বাসই করতে পারছিলেন না, ‘ইন্ডিয়া’ নামে কোনো দেশ রয়েছে!

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটিতে ফ্যাশন ও বিউটি কনটেন্ট ক্রিয়েটর পীযূষা পাতিল জানান, দক্ষিণ কোরিয়ার ট্যাক্সিচালকেরা প্রায়ই অদ্ভুত প্রশ্ন করেন এবং তাঁর সঙ্গে ট্যাক্সিতে কিছু ‘অবিশ্বাস্য’ কথোপকথনও হয়। উদাহরণ হিসেবে তিনি এমনই একটি কথোপকথনের ভিডিও প্রকাশ করেন।

ভিডিওটির শুরুতে দেখা যায়, এক কোরিয়ান চালক পীযূষার কাছে জানতে চেয়েছেন, তিনি কোন দেশ থেকে এসেছেন। পীযূষা উত্তর দেন, তিনি ইন্ডিয়া থেকে এসেছেন। তবে চালক জানান, তিনি এমন কোনো দেশের নাম শোনেননি।

এরপর পীযূষা ওই চালককে বোঝানোর চেষ্টা করেন, চীন ও পাকিস্তানের কাছাকাছি অবস্থিত একটি দেশ ইন্ডিয়া। কিন্তু ওই চালক এটাকে ‘ইন্দোনেশিয়া?’ বলে সংশোধন করার চেষ্টা করেন। পাতিল হাসতে থাকেন এবং বলেন, ‘না, এটি ভারত বা ইন্ডিয়া।

কিন্তু ড্রাইভার কিছুতেই মানতে চান না, ইন্ডিয়া বলে কোনো দেশ আছে এবং বারবার জিজ্ঞেস করতে থাকেন, ‘ইন্ডিয়া নামে কিছু আছে নাকি? সেখানে কত লোক বাস করে?’

পীযূষা তখন উত্তর দেন, ‘ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ।’ তাঁর এই উত্তর শুনে বিস্ময়ে চমকে যান চালক এবং বলেন, ‘চীনে ১৩০ কোটি মানুষ আছে!’

পীযূষা তখন জানান, ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি। এবার অবশ্য চালকটি প্রথমবারের মতো বুঝতে পারেন, পাতিল আসলে কোন দেশ সম্পর্কে বলছেন।

ইনস্টাগ্রামের অনেক ব্যবহারকারী ভিডিওটি দেখে ট্যাক্সিচালকের সরল প্রতিক্রিয়ায় হতবাক হয়েছেন। একজন মন্তব্য করেন, ‘তিনি কি সত্যিই জানতেন না ভারত সম্পর্কে, নাকি শুধু অভিনয় করেছেন? বিশ্বাস করা কঠিন!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত