Ajker Patrika

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি
পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করায় পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তুভ বাগচীকে আজ শনিবার গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে তাঁর বাড়িতে বড়তলা থানার পুলিশ যায়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ এবং বাড়িতে তল্লাশি চালানো হয়। কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার প্রসঙ্গে কৌস্তভ সাংবাদিকদের বলেছেন, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যে আইনের শাসন নয়, শাসনের আইন চলছে। 

বাম ফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকেও এই গ্রেপ্তারের নিন্দা করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরীর অভিযোগ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। 

মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে তৃণমূলের প্রার্থীর পরাজয়ের পর অধীরের নামে মমতা ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ তুলে কথার পাল্টা আক্রমণ চালিয়েছিলেন কৌস্তভ। 

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, কৌস্তুভ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। তাঁর আগে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত