Ajker Patrika

ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ, এক দিনে আক্রান্ত প্রায় ২ লাখ

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬: ১৮
ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ, এক দিনে আক্রান্ত প্রায় ২ লাখ

ভারতে আবারও করোনা সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৬৮ হাজার মানুষ। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ১৮ শতাংশ বেশি। এ ছাড়া প্রতি ১০০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ দশমিক ৫ শতাংশ মানুষের দেহে। 

ভারতে এ পর্যন্ত করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র ও রাজস্থানে। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮১ জন এবং রাজস্থানে ৬৪৫ জন। 

ভারতে এরই মধ্যে ১৫৩ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এর পরও ২৯টি রাজ্যের ১২০টি জেলায় করোনা সংক্রমণের হার ১০ শতাংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত