Ajker Patrika

সেলফি তোলার সময় বজ্রাঘাতে নিহত ১১ 

আপডেট : ১২ জুলাই ২০২১, ১২: ১৬
সেলফি তোলার সময় বজ্রাঘাতে নিহত ১১ 

ভারতের রাজস্থানে বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের রাজধানী জয়পুরের কাছে অবস্থিত আমের দুর্গের একটি টাওয়ারে উঠে লোকজন যখন সেলফি নিচ্ছিলেন, তখন বজ্রপাত হয়। ওই সময় টাওয়ারে ২৭ জন মানুষ উপস্থিত ছিলেন। বজ্রপাতের পর অনেকেই ওই টাওয়ার থেকে লাফিয়ে পড়েন। এতে অনেকেই গুরুতর আহত হয়েছেন।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

একটি টুইট বার্তায় মোদি বলেন, `হতাহতের ঘটনায় গভীরভাবে দুঃখিত। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।' 

আমের দুর্গের ঘটনা ছাড়াও গতকাল রোববার রাজস্থান রাজ্যে বজ্রপাতে নয়জনের মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত