Ajker Patrika

উত্তেজনা কমার লক্ষণ নেই দিল্লির রাজনীতিতে

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১০: ২৬
উত্তেজনা কমার লক্ষণ নেই দিল্লির রাজনীতিতে

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে দেশটির সংসদ সদস্যপদ থেকে সরিয়ে দেওয়াসহ একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এখনো সরব বিরোধীরা। রাহুলের ওপর থেকে শাস্তি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারও (২৮ মার্চ) তাঁরা বিক্ষোভ করেছেন। 

অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, দেশের গণতন্ত্র নিয়ে লন্ডনে বিরূপ মন্তব্য এবং ‘মোদি’ পদবি নিয়ে মন্তব্যের জন্য আদালত সাজা দেওয়ার পরও রাহুলকে ক্ষমা চাইতে হবে। এ নিয়ে মঙ্গলবারও বিজেপি সংসদ সদস্যরা সরব ছিলেন। উভয়ের দাবি ও পাল্টা দাবিতে দিল্লির রাজনীতিতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। 

মঙ্গলবার দিল্লিতে দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানুষ যত বিজেপিকে ভোট দেবেন, বিরোধীরা হতাশা থেকে ততই সমালোচনা করবে। বিজেপি জিতেছে, তাই বিরোধীরা এত সরব। 

ভারতের সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী দলীয় বৈঠকের পর সাংবাদিকদের জানান, প্রতিটি এলাকায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে প্রধানমন্ত্রী দলকে নির্দেশ দিয়েছেন। 

এদিকে রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজ হওয়ার পর গত সোমবারই তাঁকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়। রাহুলও জানিয়েছেন, তিনি দ্রুত বাংলো ছেড়ে দেবেন। তবে কংগ্রেস নেতারা এ বিষয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত