Ajker Patrika

বাংলাদেশকে ১৮৩ টন তরল অক্সিজেন পাঠাল ভারত

প্রতিনিধি, কলকাতা
বাংলাদেশকে ১৮৩ টন তরল অক্সিজেন পাঠাল ভারত

ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেসে’ ফের তরল অক্সিজেন আসছে বাংলাদেশে। আজ বুধবার ১০টি কনটেইনারে ১৮৩ টন তরল অক্সিজেন নিয়ে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি রাউরকেল্লা থেকে বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছে। দিল্লি ও ঢাকার সম্প্রীতির স্মারক হিসেবে ভারত থেকে তরল অক্সিজেন বাংলাদেশে পাঠানো হচ্ছে।

এবার নিয়ে পঞ্চমবারের মতো অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে যাচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর বিভাগের রাউরকেল্লা থেকে তরল অক্সিজেন ভর্তি ট্রেনটি বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তায় বলেন, 'প্রতিবেশীর স্বার্থ সবার আগে। এটাই ভারতের নীতি। তাই ভারতের অক্সিজেন এক্সপ্রেস সবার আগে পৌঁছে গিয়েছে বাংলাদেশে।' 

ভারতের দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ কুমার জানিয়েছেন, এখনো পর্যন্ত ৯৮৩ টন তরল অক্সিজেন বাংলাদেশে পাঠিয়েছে ভারত।

এর আগে গত ২৪ জুলাই প্রথমবার ভারত থেকে ১০টি কনটেইনারে করে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বাংলাদেশে আসে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন ভারতে ভয়াবহ অবস্থা চলছিল তখন বাংলাদেশও ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। গত ২৯ এপ্রিল ১০ হাজার ইনজেকশন, ৩০ হাজার পিপিই এবং বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ ভারতে পাঠিয়েছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত