Ajker Patrika

ভারতের অবস্থা হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের অবস্থা হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা: ভারতে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।  গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।  

সতর্কবাণী উচ্চারণ করে গেব্রেয়াসুস  বলেন, ভারতের রেকর্ড সংক্রমণ হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু। আমাদের যা কিছু করা সম্ভব আমরা তাই করছি।  অন্যান্য সহায়তার পাশাপাশি হাজার হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  

করোনাভাইরাস সংক্রমণের জেরে যখন ভারতের হাসপাতালগুলোর অবস্থা নাজেহাল, তখন এসব কথা বললেন ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস। 

প্রায় এক সপ্তাহ ধরে ভারতীয় হাসপাতালগুলো করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট।  নতুন করে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে ওঠায় ভারত সরকার নানা পদক্ষেপ নিয়েছে। বাড়িতেও মাস্ক পরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।  সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও।এর সঙ্গে আরও কয়েকটি রাষ্ট্র সহায়তার ঘোষণা দিয়েছে । সাহায্যের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে গুগুল ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত