কলকাতা সংবাদদাতা
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী ফ্লাইটে অসুস্থ হয়ে পড়লেন ১১ জন যাত্রী ও কেবিন ক্রু। গতকাল সোমবার এআই-১৩০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন যাত্রী ও কেবিন ক্রুরা।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মুম্বাইয়ে ফিরছিল বিমানটি। মাঝ আকাশে ফ্লাইটের ১১ জন যাত্রী ও কেবিন ক্রু হঠাৎ বমি বমি ভাব, মাথা ঘোরা এবং পেট ব্যথার সমস্যায় পড়েন। ক্রমেই বাড়তে থাকে অস্বস্তি। পাইলটরা দ্রুত মুম্বাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান।
বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার মেডিকেল টিম কাজ শুরু করে। দুই যাত্রী ও দুই কেবিন ক্রুকে চিকিৎসার জন্য আলাদা করে মেডিকেল রুমে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে অসুস্থ হওয়া যাত্রী ও কর্মীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ বিষয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ফুড পয়জনিং বা খাবারে বিষক্রিয়ার কারণে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি ফুড পয়জনিং হলে এর উৎস কীভাবে বিমান খাদ্য ব্যবস্থাপনায় এল, তা খতিয়ে দেখা দরকার। জানা গেছে, পাইলটদের খাবার আলাদা চ্যানেল থেকে সরবরাহ করা হয়। তাই তাঁদের শরীরে কোনো রকম প্রতিক্রিয়া হয়নি।
ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, কোনোটি আবার মাঝ আকাশে ফিরে আসছে। কিছুদিন আগেই আহমেদাবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুরুতর ত্রুটি ধরা পড়ে। এরপর দিল্লি ও বার্মিংহাম রুটের ফ্লাইটেও দেখা দেয় বিপত্তি।
টানা এই সংকটের জেরে দেশের প্রাচীনতম এই এয়ারলাইন্স সংস্থার কার্যক্রম নিয়ে বিতর্কের জন্ম নিয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, খাবারের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষ হলেই সব তথ্য জনসমক্ষে আনা হবে।
মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী ফ্লাইটে অসুস্থ হয়ে পড়লেন ১১ জন যাত্রী ও কেবিন ক্রু। গতকাল সোমবার এআই-১৩০ ফ্লাইটে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েন যাত্রী ও কেবিন ক্রুরা।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মুম্বাইয়ে ফিরছিল বিমানটি। মাঝ আকাশে ফ্লাইটের ১১ জন যাত্রী ও কেবিন ক্রু হঠাৎ বমি বমি ভাব, মাথা ঘোরা এবং পেট ব্যথার সমস্যায় পড়েন। ক্রমেই বাড়তে থাকে অস্বস্তি। পাইলটরা দ্রুত মুম্বাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির কথা জানান।
বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার মেডিকেল টিম কাজ শুরু করে। দুই যাত্রী ও দুই কেবিন ক্রুকে চিকিৎসার জন্য আলাদা করে মেডিকেল রুমে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে অসুস্থ হওয়া যাত্রী ও কর্মীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ বিষয়ে তদন্ত করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ফুড পয়জনিং বা খাবারে বিষক্রিয়ার কারণে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এটি ফুড পয়জনিং হলে এর উৎস কীভাবে বিমান খাদ্য ব্যবস্থাপনায় এল, তা খতিয়ে দেখা দরকার। জানা গেছে, পাইলটদের খাবার আলাদা চ্যানেল থেকে সরবরাহ করা হয়। তাই তাঁদের শরীরে কোনো রকম প্রতিক্রিয়া হয়নি।
ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়েছে। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে, কোনোটি আবার মাঝ আকাশে ফিরে আসছে। কিছুদিন আগেই আহমেদাবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুরুতর ত্রুটি ধরা পড়ে। এরপর দিল্লি ও বার্মিংহাম রুটের ফ্লাইটেও দেখা দেয় বিপত্তি।
টানা এই সংকটের জেরে দেশের প্রাচীনতম এই এয়ারলাইন্স সংস্থার কার্যক্রম নিয়ে বিতর্কের জন্ম নিয়েছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, খাবারের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষ হলেই সব তথ্য জনসমক্ষে আনা হবে।
এক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
১ ঘণ্টা আগেস্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতারা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
২ ঘণ্টা আগেইউক্রেন সীমান্তের কাছে গুরুতরভাবে আহত হয়েছেন রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এসেদুল্লা আবাচেভ। রাশিয়ার দাগেস্তান কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে মস্কো টাইমস।
২ ঘণ্টা আগে