Ajker Patrika

ভারতে চালু হলো ই-রুপি

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

ভারতে চালু হয়েছে ইলেকট্রনিক রুপি বা ই–রুপি। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতজুড়ে ই-রুপি চালুর ঘোষণা দেওয়া হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) ঘোষণা অনুযায়ী, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটে লেনদেনগুলি একটি পাইলট প্রকল্পের মাধ্যমে লেনদেন হবে। 

ডিজিটাল রুপি পাইকারি আন্তঃব্যাঙ্ক লেনদের দক্ষতা আরও বাড়িয়ে তুলবে বলেও আরবিআই কর্তাদের অনুমান। তাঁদের মতে, এতে খরচ কম হবে। কারণ নিষ্পত্তির ঝুঁকি কমাতে জামানতের প্রয়োজন হবে না। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত বাজেট বক্তৃতায় এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ই-রুপি মোটেই ক্রিপ্টো কারেন্সি নয়। আপাতত নয়টি ভারতীয় ব্যাংকে পাওয়া যাবে ই-রুপির সুবিধা। খুচরা ও পাইকারি উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এই ডিজিটাল মুদ্রা। 

ভারতের কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুযায়ী, ই-রুপি খুচরা বাজারে সকলেই ব্যবহার করতে পারবেন। তবে পাইকারি ব্যবহারের অধিকার থাকবে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের। জানা গেছে, ক্রিপ্টো কারেন্সির সঙ্গে স্পষ্ট মৌলিক পার্থক্য থাকবে ই-রুপির। ক্রিপ্টোর মূল চরিত্র সম্পদ। আর ভারতীয় ই-মুদ্রা পুরোপুরি রুপির বিকল্প। 

রিজার্ভ ব্যাংকের বিবৃতি অনুসারে, প্রচলিত সাধারণ মুদ্রাও থাকবে বাজারে। সাধারণ মুদ্রার পাশাপাশি ডিজিটাল লেনদেন সহজতর করতেই আনা হচ্ছে এই ই-রুপি। উল্লেখ্য, গত বাজেট ভাষণে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশটিতে ই-রুপি প্রচলনের কথা ঘোষণা করেছিলেন। এবার তাঁর সেই ঘোষণাই বাস্তবায়িত হতে চলেছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত