অনলাইন ডেস্ক
কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। ভারতে ১২ বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। এই মেলা ছয় সপ্তাহ ধরে চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত এতে অংশ নেন। কুম্ভমেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ নতুন নয়। মেলা শেষ হওয়ার কিছু দিন আগেও অভিযোগ পাওয়া যায়, সঙ্গমের জল দূষিত ও স্নানের অনুপযোগী। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) একটি প্রতিবেদনেও বলা হয়, প্রয়াগরাজের সঙ্গমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) অব্যবহৃত পয়োনিষ্কাশন ও মানববর্জ্যের ব্যাকটেরিয়ার মাত্রা অত্যন্ত বেশি।
তবে এবার ভয়াবহ একটি অভিযোগ করেছেন ভারতীয় এক রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, প্রয়াগরাজের বিশাল ধর্মীয় সমাবেশের পর প্রায় ১ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ সরকার এসব মানুষকে খুঁজতে কোনো উদ্যোগ নেয়নি, বরং প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে অখিলেশ যাদব এসব কথা বলেন। তিনি বিজেপি সরকারকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে সাহায্য করার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি ও তাদের নেতা-কর্মীদের উচিত এসব পরিবারকে সাহায্য করা; যাতে তারা পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের খুঁজে পায়। এখনো প্রায় ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বিজেপির উচিত নিখোঁজ ১ হাজার মানুষ ও তাঁদের পরিবারকে তথ্য দেওয়া।
অখিলেশ যাদব অভিযোগ করেন, প্রয়াগরাজে এখনো অনেক হারানো বিজ্ঞপ্তির পোস্টার রয়েছে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, উত্তর প্রদেশের বিজেপি সরকার সেই পোস্টারগুলো সরিয়ে ফেলছে। তিনি মেলা পরিচালনায় সিনিয়র কর্মকর্তা ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
এদিকে এক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকুম্ভ মেলার প্রশংসা করেন। তিনি এটিকে অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেন। তিনি লাখ লাখ মানুষের সমাবেশকে ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন।
কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। ভারতে ১২ বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। এই মেলা ছয় সপ্তাহ ধরে চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত এতে অংশ নেন। কুম্ভমেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ নতুন নয়। মেলা শেষ হওয়ার কিছু দিন আগেও অভিযোগ পাওয়া যায়, সঙ্গমের জল দূষিত ও স্নানের অনুপযোগী। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) একটি প্রতিবেদনেও বলা হয়, প্রয়াগরাজের সঙ্গমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) অব্যবহৃত পয়োনিষ্কাশন ও মানববর্জ্যের ব্যাকটেরিয়ার মাত্রা অত্যন্ত বেশি।
তবে এবার ভয়াবহ একটি অভিযোগ করেছেন ভারতীয় এক রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, প্রয়াগরাজের বিশাল ধর্মীয় সমাবেশের পর প্রায় ১ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ সরকার এসব মানুষকে খুঁজতে কোনো উদ্যোগ নেয়নি, বরং প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার একটি সংবাদ সম্মেলনে অখিলেশ যাদব এসব কথা বলেন। তিনি বিজেপি সরকারকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে সাহায্য করার আহ্বান জানান। তিনি বলেন, বিজেপি ও তাদের নেতা-কর্মীদের উচিত এসব পরিবারকে সাহায্য করা; যাতে তারা পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের খুঁজে পায়। এখনো প্রায় ১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। বিজেপির উচিত নিখোঁজ ১ হাজার মানুষ ও তাঁদের পরিবারকে তথ্য দেওয়া।
অখিলেশ যাদব অভিযোগ করেন, প্রয়াগরাজে এখনো অনেক হারানো বিজ্ঞপ্তির পোস্টার রয়েছে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক, উত্তর প্রদেশের বিজেপি সরকার সেই পোস্টারগুলো সরিয়ে ফেলছে। তিনি মেলা পরিচালনায় সিনিয়র কর্মকর্তা ও পুলিশের ভূমিকার সমালোচনা করেন।
এদিকে এক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাকুম্ভ মেলার প্রশংসা করেন। তিনি এটিকে অযোধ্যার রামমন্দির প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেন। তিনি লাখ লাখ মানুষের সমাবেশকে ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেন।
ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক ইতালির রোমে অনুষ্ঠিত হবে। আলোচনার স্থান নিয়ে প্রাথমিকভাবে বিভ্রান্তির পর গতকাল বুধবার ইরান এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয় তথ্যটি।
৩৩ মিনিট আগেরুশ সেনাবাহিনীর সদস্যের খাদ্য-রসদ সরবরাহের জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া একটি মার্কিন কোম্পানিকে ব্যবহার করার পরিকল্পনা করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের কাছে আস এই সংক্রান্ত পরিকল্পনার এক নথি থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেজিম্মিদের ফিরে না পাওয়া পর্যন্ত গাজায় অবরোধ অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের জাফরান শিল্পের কেন্দ্র কাশ্মীরের এই অঞ্চলটি। ইরান আর আফগানিস্তানের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী এলাকা এটি। পামপুরে উৎপাদিত জাফরানে ক্রোসিনের (জাফরান ফুলের কেশরের রং ও অ্যান্টিঅক্সিডেন্ট মান নির্ধারণ করে এই উপাদান। ক্রোসিনের পরিমাণ যত বেশি, গুণমান তত ভালো) পরিমাণ...
৩ ঘণ্টা আগে