Ajker Patrika

দুর্নীতির মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেপ্তার

দুর্নীতির মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেপ্তার

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে গ্রেপ্তার করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার সকাল থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আট ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সোমবার তাঁকে আদালতে তোলা হবে। 

মনীশ সিসোদিয়াকে গ্রেপ্তারে নিন্দা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইট বার্তায় তিনি লেখেন, ‘মনীশ নির্দোষ। তাঁর গ্রেপ্তার নোংরা রাজনীতির অংশ। মনীশকে গ্রেপ্তার করায় মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সকলেই সবকিছু দেখছে এবং বুঝতে পারছে। জনগণ এর জবাব দেবে। তবে এটি আমাদের গতি আরও বাড়িয়ে দেবে। আমাদের আন্দোলন বেগবান হবে।’ 

এক সংবাদ সম্মেলনে আম আদমি পার্টি দাবি করে, বিজেপি মনীশ সিসোদিয়াকে দুর্নীতিবাজ বলে মনে করলেও তাঁর বাড়ি কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। তাঁরা কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। এই গ্রেপ্তারকে আম আদমি পার্টি ও কেজরিওয়ালের জনপ্রিয়তার বিরুদ্ধে আক্রমণ বলে দাবি করা হয়। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ২২ জুলাই নতুন আবগারি নীতি কার্যকর করার ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। তিনি এ বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করেন। দিল্লির মুখ্য সচিব একটি রিপোর্ট দিয়ে জানান, মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। মদের ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। 

একই বছরের ২৮ জুলাই সিসোদিয়া জানান, পরবর্তী ৬ মাস দিল্লিতে পুরোনো আবগারি নীতিই কার্যকর থাকবে। যত দিন না নতুন আবগারি নীতি চালু হচ্ছে, তত দিন পুরোনো নীতি মেনে চলা হবে। ১৭ আগস্ট মামলা রুজু করে সিবিআই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত