Ajker Patrika

কর্ণাটকে হিজাব পরায় কলেজ শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩২
কর্ণাটকে হিজাব পরায় কলেজ শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ

ভারতের কর্ণাটকে হিজাব পরায় কলেজ শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। চলতি বছর রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের কুন্দাপুর উপকূলীয় উডুপি জেলার একটি উচ্চমাধ্যমিক কলেজের শিক্ষার্থীদের ক্লাস করতে দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে অনুরোধ করতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানায়, তাদের পরীক্ষা আর মাত্র দুই মাস পরে। এমন সময়ে কলেজ কেন হিজাব ইস্যুতে বাধা তৈরি করছে?

কর্ণাটকে কলেজ শিক্ষার্থীরা হিজাব পরে কলেজে যেতে পারে, তবে ক্লাসরুমে গিয়ে সেটি খুলে ফেলতে হয়।

এ নিয়ে উডুপি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এস আঙ্গারা জানান, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই নিয়মই অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করব। প্রতিটি কলেজের জন্য আলাদা নিয়ম খসড়া করা কঠিন। তবে তা করা হলে সরকারকে অবগত করে সিদ্ধান্ত নেবে। আমি সব অংশীজনের সঙ্গে বসে বৈঠক করব।’

গতকাল বুধবার কিছু শিক্ষার্থী কলেজে হিজাব পরে গেলে তাদের ঢুকতে না দিলে তা নিয়ে বিতর্ক শুরু হয়।

এর এক মাস আগেও উডুপিতে পিইউ গার্লস কলেজে হিজাব পরায় শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। তখন এক শিক্ষার্থী এ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত