কলকাতা প্রতিনিধি
ভারতের বিখ্যাত ভোট ইঞ্জিনিয়ার প্রশান্ত কিশোর (পিকে) কংগ্রেসে যোগ দেবেন না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় পিকে জানান, কংগ্রেসের প্রয়োজন যোগ্য নেতৃত্ব এবং সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টার। সেই সঙ্গে দলকে ঘুরে দাঁড়াতে আমূল সংস্কারের প্রয়োজন। ক্ষমতাসম্পন্ন কমিটির দায়িত্ব দিতে চেয়ে কংগ্রেস নেতৃত্ব তাঁকে সম্মান জানিয়েছে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও প্রশান্ত কিশোর জানান, কংগ্রেসে তাঁর প্রয়োজন নেই। তাঁর এই ঘোষণার পর এখন দেখার বিষয় কংগ্রেস তাঁকে ভোট ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করে কিনা।
গতকাল সোমবার কংগ্রেসের উচ্চ পর্যায়ের বৈঠকের পর রনদীর সিং সুরজেওয়ালা জানান, দলের চিন্তন কমিটির বৈঠকে ৪০০ প্রতিনিধির সামনে ঘোষিত হবে ২০২৪ সালের নির্বাচনের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেই কমিটিতে থাকবেন পিকে। কিন্তু পিকে থাকছেন না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল, তেলেঙ্গানায় টিআরএসের মতো গোটা দেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবেই কাজ করতে চান পিকে। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের এক জোট করার কাজও করতে চান তিনি।
পিকেকে কংগ্রেস নেওয়া নিয়ে দলের মধ্যেও বিরোধ ছিল। অনেকেই তাঁর নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিলেন না। আবার পিকের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা শুরু হতেই তৃণমূলও কটাক্ষ করতে শুরু করেছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সম্প্রতি মন্তব্য করেন, তৃণমূলে ভোট ইঞ্জিনিয়ারের অভাব নেই। মমতা ব্যানার্জি নিজেও ভালো বোঝেন নির্বাচন।
তবে টুইট বার্তায় সুরজেওয়ালাও এদিন তাঁর পরামর্শের প্রশংসা করেছেন। ফলে সম্পর্ককে এখনই তিক্ততার দিকে নিয়ে যেতে চান না কংগ্রেস বা পিকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
ভারতের বিখ্যাত ভোট ইঞ্জিনিয়ার প্রশান্ত কিশোর (পিকে) কংগ্রেসে যোগ দেবেন না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় পিকে জানান, কংগ্রেসের প্রয়োজন যোগ্য নেতৃত্ব এবং সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টার। সেই সঙ্গে দলকে ঘুরে দাঁড়াতে আমূল সংস্কারের প্রয়োজন। ক্ষমতাসম্পন্ন কমিটির দায়িত্ব দিতে চেয়ে কংগ্রেস নেতৃত্ব তাঁকে সম্মান জানিয়েছে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও প্রশান্ত কিশোর জানান, কংগ্রেসে তাঁর প্রয়োজন নেই। তাঁর এই ঘোষণার পর এখন দেখার বিষয় কংগ্রেস তাঁকে ভোট ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবহার করে কিনা।
গতকাল সোমবার কংগ্রেসের উচ্চ পর্যায়ের বৈঠকের পর রনদীর সিং সুরজেওয়ালা জানান, দলের চিন্তন কমিটির বৈঠকে ৪০০ প্রতিনিধির সামনে ঘোষিত হবে ২০২৪ সালের নির্বাচনের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেই কমিটিতে থাকবেন পিকে। কিন্তু পিকে থাকছেন না।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল, তেলেঙ্গানায় টিআরএসের মতো গোটা দেশে কংগ্রেসের পরামর্শদাতা হিসেবেই কাজ করতে চান পিকে। সেই সঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের এক জোট করার কাজও করতে চান তিনি।
পিকেকে কংগ্রেস নেওয়া নিয়ে দলের মধ্যেও বিরোধ ছিল। অনেকেই তাঁর নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিলেন না। আবার পিকের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা শুরু হতেই তৃণমূলও কটাক্ষ করতে শুরু করেছিল। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সম্প্রতি মন্তব্য করেন, তৃণমূলে ভোট ইঞ্জিনিয়ারের অভাব নেই। মমতা ব্যানার্জি নিজেও ভালো বোঝেন নির্বাচন।
তবে টুইট বার্তায় সুরজেওয়ালাও এদিন তাঁর পরামর্শের প্রশংসা করেছেন। ফলে সম্পর্ককে এখনই তিক্ততার দিকে নিয়ে যেতে চান না কংগ্রেস বা পিকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে।
৬ ঘণ্টা আগেনতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। রাজধানী তেহরানে গতকাল রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটির সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৭০০ কিলোমিটার।
৭ ঘণ্টা আগেজাপান ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। কিন্তু মুসলিমদের নিজস্ব কবরস্থানের জন্য আলাদা জায়গা চাওয়া নিয়েই মূলত অনেকের মধ্যে সন্দেহ তৈরি করেছে। কিছু ব্যক্তি ও প্ল্যাটফর্ম এই বিষয়টিকে ‘মুসলিম সম্প্রদায়ের আগ্রাসী সম্প্রসারণ’ বলে উপস্থাপন করছেন। তবে তাহির বলেছেন, ‘আমরা শুধু ধর্মীয় বিধান অনুযায়ী কবরস্থানের
৮ ঘণ্টা আগেপরীক্ষামূলকভাবে সফল হওয়ার ছয় মাস পর চার দিনের কর্ম সপ্তাহ চালু করেছে ইন্দোনেশিয়ার একটি মন্ত্রণালয়। আজ রোববার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘কমপ্রেসড ওয়ার্ক শিডিউল’ নামে পরিচিত এই উদ্যোগটি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চালু করা হয়েছে। এ ক্ষেত্রে সপ্তাহে তিন দিন ছুটি কাটানোর সুযোগটি তাঁরাই পা
১০ ঘণ্টা আগে