Ajker Patrika

২০০০ রুপির নোট তুলে নিচ্ছে ভারত

আপডেট : ২০ মে ২০২৩, ১৪: ১২
২০০০ রুপির নোট তুলে নিচ্ছে ভারত

বাজার থেকে ২০০০ রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোট বদলে নেওয়া অথবা জমা দেওয়ার সুযোগ থাকবে। 

আরবিআই এক বিবৃতিতে বলেছে, ২৩ মে থেকে দেশের ১৯টি আঞ্চলিক কার্যালয় ও অন্যান্য ব্যাংক থেকে ২০০০ রুপির নোট বদলে বাজারে চলমান নিম্ন মূল্যের নোট সংগ্রহ করা যাবে। তবে এক ব্যক্তি একবারে সর্বোচ্চ ২০ হাজার রুপির সমপরিমাণ ২০০০ রুপির নোট বদলে নিতে পারবেন। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আরবিআই ইতিমধ্যে সব ব্যাংককে ২০০০ রুপির ‘ইস্যু’ বন্ধ করার নির্দেশ দিয়েছে। এর আগে ২০১৬ সালের নভেম্বরে ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিলের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আরবিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই সময়ে নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২০০০ রুপির নোট ছাড়া হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলোর যথেষ্ট জোগান আছে। তাই ২০১৮-১৯ সালে ২০০০ রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়। 

একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নোট বদলে নেওয়ার সময়সীমা বাড়াতে পারে আরবিআই। ৩০ সেপ্টেম্বরের পরেও যদি কারও কাছে ২০০০ রুপির নোট থাকে, তবে সেই নোটের বৈধ টেন্ডার থাকবে। 

২০০০ রুপির নোটগুলোর ৮৯ শতাংশই ২০১৭ সালের মার্চের আগে ইস্যু করা হয়েছিল বলে জানিয়েছে আরবিআই। বিবৃতিতে বলা হয়েছে, বাজারে ২০০০ রুপির নোটের লেনদেন দিনে দিনে কমছে। ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ৬ দশমিক ৭৩ লাখ কোটি রুপির সমমূল্যের নোট ভারতের বাজারে ছিল। কিন্তু ২০২৩ সালের মার্চে তা কমে ৩ দশমিক ৬২ লাখ কোটি রুপিতে নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত