Ajker Patrika

কোনো মুসলিম কেন কংগ্রেসের প্রেসিডেন্ট হয় না, ওয়াক্ফ ইস্যুতে মোদির পাল্টা তোপ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০: ১৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ওয়াক্ফ (সংশোধনী) আইনের বিরোধিতা করায় কংগ্রেসকে এক হাত দেখে নিলেন নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, কংগ্রেস শুধু মুসলিম মৌলবাদীদের তোষণ করেছে এবং এই নতুন আইনের বিরোধিতা করে তারা সেটা আবার প্রমাণ করেছে। হরিয়ানার হিসার বিমানবন্দর উদ্বোধনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, কংগ্রেস কেন একজন মুসলিম নেতাকে প্রেসিডেন্ট করে না? কেন তারা তাদের নির্বাচনী প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশ টিকিট মুসলিমদের জন্য সংরক্ষিত রাখে না?

কংগ্রেসকে ইঙ্গিত করে মোদী বলেন, বিরোধী দল সংবিধানকে কেবল ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, ‘জরুরি অবস্থার সময় সংবিধানের মূল চেতনা হত্যা করা হয়েছিল শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য। সংবিধানে ধর্মনিরপেক্ষ দেওয়ানি আইনের কথা বলা হয়েছে, কিন্তু কংগ্রেস কখনো তা প্রয়োগ করেনি। আজ উত্তরাখণ্ডে একটি অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) বাস্তবায়িত হয়েছে। দুর্ভাগ্যবশত, কংগ্রেস এরও বিরোধিতা করছে। কংগ্রেস কখনো খোঁজ নেয়নি সংরক্ষণের সুবিধা আদৌ তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ের কাছে পৌঁছেছে কিনা।’

দলিতদের আদর্শ এবং ভারতের সংবিধান রচয়িতা ড. বিআর আম্বেদকারের জন্মবার্ষিকী স্মরণ করে নরেন্দ্র মোদি বলেন, ‘আমাদের সরকার যেকোনো সিদ্ধান্ত এবং নীতিতে বাবাসাহেব আম্বেদকারের সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা কখনো ভুলে যেতে পারি না, কংগ্রেস বাবাসাহেব আম্বেদকারের সঙ্গে কী করেছে। জীবিত অবস্থায় কংগ্রেস তাঁকে বারবার অপমান করেছে। তাঁকে দুবার নির্বাচনে হারিয়েছে। কংগ্রেস তাঁকে সিস্টেমের বাইরে রাখতে চাইত, ষড়যন্ত্র করে তাঁকে বাদ দিয়েছিল। মৃত্যুর পরও তাঁর স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল কংগ্রেস। বাবাসাহেব সমতার পক্ষে ছিলেন, আর কংগ্রেস গোটা দেশে ভোটব্যাংকের রাজনীতির বিষ ছড়িয়ে দিয়েছে।’

আম্বেদকার ধর্মীয় ভিত্তিতে সংরক্ষণ সম্পূর্ণভাবে নাকচ করেছিলেন বলে দাবি করেন মোদী। তিনি বলেন, ‘কংগ্রেসের তোষণনীতি মুসলিমদেরও ক্ষতি করেছে। কংগ্রেস শুধু কিছু মৌলবাদীকে খুশি করেছে, বাকি সমাজ অশিক্ষিত ও দরিদ্র রয়ে গেছে। এই ভুল দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় প্রমাণ হলো ওয়াক্ফ আইন।’

মোদী আরও বলেন, ‘কংগ্রেস রাজনৈতিক লাভের জন্য ওয়াক্ফ আইনে খামখেয়ালি পরিবর্তন করেছিল, যা সংবিধানকেই উল্টে দিয়েছিল। আমি এই ভোটব্যাংকের লোভী নেতাদের জিজ্ঞাসা করতে চাই, তোমরা যদি সত্যিই মুসলিমদের নিয়ে ভাবো, তাহলে কংগ্রেস মুসলিম নেতাকে প্রেসিডেন্ট করো না কেন? লোকসভা নির্বাচনে মুসলিমদের জন্য ৫০ শতাংশ টিকিট দাও। তারা জিতলে, তারা তাদের কথা বলতে পারবে। কিন্তু না, কংগ্রেস মুসলিমদের কিছুই দেবে না। বরং সাধারণ নাগরিকদের অধিকার কেড়ে নেবে। কংগ্রেসের উদ্দেশ্য কখনোই কারও মঙ্গল করা ছিল না।’

নরেন্দ্র মোদী বলেন, ‘লাখ লাখ হেক্টর জমি ওয়াক্ফ সম্পত্তি হিসেবে রয়েছে। যদি ওয়াক্ফ সম্পত্তি সৎভাবে ব্যবহৃত হতো, তাহলে মুসলিম যুবকদের বাইসাইকেলের চাকা সারিয়ে জীবিকা নির্বাহ করতে হতো না। কিন্তু এই জমির সুবিধা পেয়েছে কিছু ভূমি-মাফিয়া। এই মাফিয়ারা দলিত, অনগ্রসর শ্রেণি এবং বিধবাদের জমি লুট করেছে। নতুন ওয়াক্ফ আইনের মাধ্যমে গরিবদের এই লুট বন্ধ হবে। এখন থেকে ওয়াক্ফ বোর্ড আদিবাসীদের জমি বা সম্পত্তিতে হাত দিতে পারবে না। গরিব ও অনগ্রসর মুসলিমেরা তাদের অধিকার পাবে। এটিই আসল সামাজিক ন্যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত