Ajker Patrika

ভেঙে ফেলা হয়েছে বিশ্বভারতীর বিতর্কিত ফলক

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫৫
Thumbnail image

বিতর্কিত ফলক ভেঙে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামসহ বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা নতুন ফলক লাগানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় ভেঙে ফেলা হয় বিতর্কিত ফলক। এর আগে ১৭ সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেয়। তারপর ২০ অক্টোবর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ঐতিহ্যবাহী উপাসনাগৃহ, রবীন্দ্রভবন, গৌর প্রাঙ্গণে তিনটি শ্বেত পাথরের ফলক বসিয়েছিলেন ৷ তাতে ছিল আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। শুধু বাদ ছিল এর প্রতিষ্ঠাতা কবিগুরুর নাম।

এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। সরব হয় রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে অনেকেই। বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিল শান্তিনিকেতন ট্রাস্ট। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৪ দিন টানা আন্দোলন করেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রী-বিধায়ক-সংসদ সদস্যরা। সর্বত্র সবাই প্রতিবাদে সরব হওয়ার পর বিতর্কিত ফলক সরানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়।

বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই দায়িত্ব নেন সঞ্জয় কুমার মল্লিক। গত ২০ নভেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক ফলকগুলো প্রতিস্থাপন করা হবে বলে জানানোর পর গতকাল বুধবার সন্ধ্যার পর তা বাস্তবায়িত হয়। তিনি এর আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছিলেন।

নতুন ফলকের জন্য বাংলা, হিন্দি ও ইংরেজি সংস্করণের চূড়ান্ত খসড়া তৈরি করতে বিশ্বভারতী একটি কমিটি গঠন করেছিল। বিশ্ববিদ্যালয়ের আচার্য মোদি ও উপাচার্যের নাম নেই নতুন ফলকে। সেখানে মাঝখানে রয়েছে অশোকস্তম্ভ; দুপাশে ইউনেসকো এবং বিশ্বভারতীর লোগো। আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। কেন্দ্রের পরামর্শ অনুযায়ী বিশ্বভারতীকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে নতুন ফলকে। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় রয়েছে প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ।

বিদ্যুৎ চক্রবর্তীর পাঁচ বছরের মেয়াদ ঘিরে রয়েছে বেশ কিছু বিতর্ক। বাঙালি সংস্কৃতির অবমাননা এবং জনগণের অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা পাঁচটি ফৌজদারি অভিযোগে অবসর নেওয়ার পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত