কলকাতা প্রতিনিধি
করোনার কারণে দুই বছর ভারতের রাজধানী দিল্লিতে মানুষের আচরণ অনেকটাই সংযত ছিল। কিন্তু করোনা ভীতি কেটে যাওয়ার পর আবারও নাগরিকদের কাণ্ডজ্ঞানহীন আচরণে বিপর্যস্ত দিল্লির পরিবেশ। আলোর উৎসব, আতশবাজি দৌরাত্ম্যে নাগরিকদের নিশ্বাস নেওয়াই কঠিন হয়ে উঠেছে। পরিস্থিতি সামলানোর পরিবর্তে শুরু হয়েছে দূষণ থেকে রাজনৈতিক ফায়দা তোলার মরিয়া চেষ্টা।
পরিবেশ দূষণের পর তাই দিল্লিবাসীকে হজম করতে হচ্ছে ‘রাজনৈতিক দূষণের’ তকমাও। কারণ পরিস্থিতি সামাল দিতে বাস্তবসম্মত সমাধান খোঁজার বদলে শাসক–বিরোধী উভয় শিবিরই ব্যস্ত অভিযোগ—পাল্টা অভিযোগে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আতঙ্কে কলকাতায় অবশ্য এবার আতশবাজি দাপট কম থাকায় পরিবেশের পরিস্থিতি ততটা খারাপ হয়নি বলে বিশেষজ্ঞদের অনুমান।
প্রতিবছর শীতের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে বাড়তে থাকে দূষণ। এমনিতে দিল্লিতে হেমন্তকালে নিশ্বাস নেওয়াই সমস্যার। সেখানে কুয়াশার সঙ্গে দূষিত বায়ু কণা মিলেমিশে পরিস্থিতিকে করে তোলে জটিল। সেই জটিল পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে আতশবাজি দাপটে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাই বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে সেই নিষেধাজ্ঞা খুব একটা মানা হয়নি।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছিলেন—দীপাবলির রাতে বাজি ফাটালে জেল ও জরিমানা করা হবে। কিন্তু তাঁর সতর্কবার্তা–উদ্যোগ গ্রহণের নির্দেশ সবই রয়ে গিয়েছে কাগজে-কলমে। তাই দিল্লি ও তার আশপাশের এলাকায় গত সপ্তাহের রোববার ও সোমবার বিপুল পরিমাণে আতশবাজি পোড়ানো হয়। ফলে দূষণও মাত্রা ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতির দিল্লি বিধানসভার বিরোধী দল বিজেপির প্রশ্ন, ‘কোথায় নিষেধাজ্ঞা? দিল্লিতে বিপুল পরিমাণে ফাটল আতশবাজি, বাড়ল দূষণ।’
এদিকে, দীপাবলির পরদিন সকালে দিল্লির বাতাসের গুণমান সূচকের গড় পয়েন্ট ছিল ৩২৬। সূচক ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে পরিস্থিতি স্বাভাবিক। ১০০ থেকে ২০০ এর মধ্যে থাকলে পরিস্থিতি চিন্তাজনক। আর ৩০০ ছাড়ালেই পরিস্থিতি ভয়াবহ খারাপ। ফলে দিল্লির পরিস্থিতি খুবই খারাপ।
তবে এই খারাপ পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার বদলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ব্যস্ত দিল্লির পরিবেশ নিয়ে সাফাই গাইতে। তবে দিল্লিতে হিন্দুদের আলোর উৎসবে দূষণ বাড়লেও এবার কলকাতায় আতশবাজি দাপট ছিল অনেক কম। দূষণের সূচক ছিল ১৫১ থেকে ১৫৩ এর মধ্যে। পরিবেশবিদদের মতে, সিত্রাংয়ের হাত ধরে বৃষ্টি চলে আসার কারণেই এবার বাজি ফুটানো হয়েছে কম। তবে পরিবেশ বাঁচাতে মানুষকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন কলকাতার পরিবেশ আন্দোলনের কর্মী সুভাষ দত্ত।
করোনার কারণে দুই বছর ভারতের রাজধানী দিল্লিতে মানুষের আচরণ অনেকটাই সংযত ছিল। কিন্তু করোনা ভীতি কেটে যাওয়ার পর আবারও নাগরিকদের কাণ্ডজ্ঞানহীন আচরণে বিপর্যস্ত দিল্লির পরিবেশ। আলোর উৎসব, আতশবাজি দৌরাত্ম্যে নাগরিকদের নিশ্বাস নেওয়াই কঠিন হয়ে উঠেছে। পরিস্থিতি সামলানোর পরিবর্তে শুরু হয়েছে দূষণ থেকে রাজনৈতিক ফায়দা তোলার মরিয়া চেষ্টা।
পরিবেশ দূষণের পর তাই দিল্লিবাসীকে হজম করতে হচ্ছে ‘রাজনৈতিক দূষণের’ তকমাও। কারণ পরিস্থিতি সামাল দিতে বাস্তবসম্মত সমাধান খোঁজার বদলে শাসক–বিরোধী উভয় শিবিরই ব্যস্ত অভিযোগ—পাল্টা অভিযোগে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আতঙ্কে কলকাতায় অবশ্য এবার আতশবাজি দাপট কম থাকায় পরিবেশের পরিস্থিতি ততটা খারাপ হয়নি বলে বিশেষজ্ঞদের অনুমান।
প্রতিবছর শীতের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে বাড়তে থাকে দূষণ। এমনিতে দিল্লিতে হেমন্তকালে নিশ্বাস নেওয়াই সমস্যার। সেখানে কুয়াশার সঙ্গে দূষিত বায়ু কণা মিলেমিশে পরিস্থিতিকে করে তোলে জটিল। সেই জটিল পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে আতশবাজি দাপটে। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাই বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে সেই নিষেধাজ্ঞা খুব একটা মানা হয়নি।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছিলেন—দীপাবলির রাতে বাজি ফাটালে জেল ও জরিমানা করা হবে। কিন্তু তাঁর সতর্কবার্তা–উদ্যোগ গ্রহণের নির্দেশ সবই রয়ে গিয়েছে কাগজে-কলমে। তাই দিল্লি ও তার আশপাশের এলাকায় গত সপ্তাহের রোববার ও সোমবার বিপুল পরিমাণে আতশবাজি পোড়ানো হয়। ফলে দূষণও মাত্রা ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতির দিল্লি বিধানসভার বিরোধী দল বিজেপির প্রশ্ন, ‘কোথায় নিষেধাজ্ঞা? দিল্লিতে বিপুল পরিমাণে ফাটল আতশবাজি, বাড়ল দূষণ।’
এদিকে, দীপাবলির পরদিন সকালে দিল্লির বাতাসের গুণমান সূচকের গড় পয়েন্ট ছিল ৩২৬। সূচক ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে পরিস্থিতি স্বাভাবিক। ১০০ থেকে ২০০ এর মধ্যে থাকলে পরিস্থিতি চিন্তাজনক। আর ৩০০ ছাড়ালেই পরিস্থিতি ভয়াবহ খারাপ। ফলে দিল্লির পরিস্থিতি খুবই খারাপ।
তবে এই খারাপ পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার বদলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ব্যস্ত দিল্লির পরিবেশ নিয়ে সাফাই গাইতে। তবে দিল্লিতে হিন্দুদের আলোর উৎসবে দূষণ বাড়লেও এবার কলকাতায় আতশবাজি দাপট ছিল অনেক কম। দূষণের সূচক ছিল ১৫১ থেকে ১৫৩ এর মধ্যে। পরিবেশবিদদের মতে, সিত্রাংয়ের হাত ধরে বৃষ্টি চলে আসার কারণেই এবার বাজি ফুটানো হয়েছে কম। তবে পরিবেশ বাঁচাতে মানুষকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন কলকাতার পরিবেশ আন্দোলনের কর্মী সুভাষ দত্ত।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
২ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৩ ঘণ্টা আগে