সাতবার সাপের ছোবল খেয়েও জীবিত আছেন ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দা। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা কৃষক বাবলু মাঠে কাজ করছিলেন। তখন এক জোড়া সাপ তাঁর সামনে এসে পড়ে। তাঁর দিকে এগিয়ে আসতেই পাল্টা লাঠি নিয়ে ওই যুবকও তেড়ে যান সাপ দুটির দিকে। তারপর নিজেকে বাঁচাতে একটি সাপকে লাঠিপেটা করে মেরে ফেলেন। সঙ্গী সাপটি তখনকার জন্য পালিয়ে যায়। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা।
বাবলু জানান, তিনি যখন ওই জমিতে কাজ করেন তখন মাঝে মাঝেই সাপের ছোবল খেতে হয় তাঁকে। আর তিনি নিশ্চিত যে একটি সাপই তাঁকে ছোবল মেরে যায়।
স্থানীয় এক সাপুড়ে বাবলুকে জানান, সঙ্গীকে হারানোর যন্ত্রণা থেকেই সাপটি প্রতিশোধ নিতে বারবার এসে ছোবল বসাচ্ছে। বাবলুর সঙ্গে যারা মাঠে কাজ করেন, তাঁরা বাবলুকে পরামর্শ দিয়েছিলেন সাপের ছোবল খাওয়া থেকে বাঁচতে পুজা পাঠ করাতে। কিন্তু ব্যয়বহুল হওয়ায় সেই রাস্তায় হাঁটেননি বাবলু।
এ নিয়ে তিনি বলেন, যদি আমাকে মরতে হয়, আমি মরব। আমি আত্মরক্ষায় সাপটিকে মেরেছি এবং এতে আমি অনুতপ্ত নই।
মির্জাপুর জেলার একজন কর্মকর্তা জানিয়েছেন, যে সাপটি বাবলুকে ছোবল দিচ্ছে, সেটি বিষধর প্রজাতির নয়। আর এ জন্য তিনি বেঁচে যাচ্ছেন।
সাতবার সাপের ছোবল খেয়েও জীবিত আছেন ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দা। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা কৃষক বাবলু মাঠে কাজ করছিলেন। তখন এক জোড়া সাপ তাঁর সামনে এসে পড়ে। তাঁর দিকে এগিয়ে আসতেই পাল্টা লাঠি নিয়ে ওই যুবকও তেড়ে যান সাপ দুটির দিকে। তারপর নিজেকে বাঁচাতে একটি সাপকে লাঠিপেটা করে মেরে ফেলেন। সঙ্গী সাপটি তখনকার জন্য পালিয়ে যায়। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা।
বাবলু জানান, তিনি যখন ওই জমিতে কাজ করেন তখন মাঝে মাঝেই সাপের ছোবল খেতে হয় তাঁকে। আর তিনি নিশ্চিত যে একটি সাপই তাঁকে ছোবল মেরে যায়।
স্থানীয় এক সাপুড়ে বাবলুকে জানান, সঙ্গীকে হারানোর যন্ত্রণা থেকেই সাপটি প্রতিশোধ নিতে বারবার এসে ছোবল বসাচ্ছে। বাবলুর সঙ্গে যারা মাঠে কাজ করেন, তাঁরা বাবলুকে পরামর্শ দিয়েছিলেন সাপের ছোবল খাওয়া থেকে বাঁচতে পুজা পাঠ করাতে। কিন্তু ব্যয়বহুল হওয়ায় সেই রাস্তায় হাঁটেননি বাবলু।
এ নিয়ে তিনি বলেন, যদি আমাকে মরতে হয়, আমি মরব। আমি আত্মরক্ষায় সাপটিকে মেরেছি এবং এতে আমি অনুতপ্ত নই।
মির্জাপুর জেলার একজন কর্মকর্তা জানিয়েছেন, যে সাপটি বাবলুকে ছোবল দিচ্ছে, সেটি বিষধর প্রজাতির নয়। আর এ জন্য তিনি বেঁচে যাচ্ছেন।
ভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৩০ মিনিট আগে২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
২ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
৩ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
৩ ঘণ্টা আগে