Ajker Patrika

৭ বার সাপের ছোবলের পরেও জীবিত তিনি 

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১১: ৫৬
৭ বার সাপের ছোবলের পরেও জীবিত তিনি 

সাতবার সাপের ছোবল খেয়েও জীবিত আছেন ভারতের উত্তর প্রদেশের এক বাসিন্দা। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা কৃষক বাবলু মাঠে কাজ করছিলেন। তখন এক জোড়া সাপ তাঁর সামনে এসে পড়ে। তাঁর দিকে এগিয়ে আসতেই পাল্টা লাঠি নিয়ে ওই যুবকও তেড়ে যান সাপ দুটির দিকে। তারপর নিজেকে বাঁচাতে একটি সাপকে লাঠিপেটা করে মেরে ফেলেন। সঙ্গী সাপটি তখনকার জন্য পালিয়ে যায়। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা। 

বাবলু জানান, তিনি যখন ওই জমিতে কাজ করেন তখন মাঝে মাঝেই সাপের ছোবল খেতে হয় তাঁকে। আর তিনি নিশ্চিত যে একটি সাপই তাঁকে ছোবল মেরে যায়। 

স্থানীয় এক সাপুড়ে বাবলুকে জানান, সঙ্গীকে হারানোর যন্ত্রণা থেকেই সাপটি প্রতিশোধ নিতে বারবার এসে ছোবল বসাচ্ছে। বাবলুর সঙ্গে যারা মাঠে কাজ করেন, তাঁরা বাবলুকে পরামর্শ দিয়েছিলেন সাপের ছোবল খাওয়া থেকে বাঁচতে পুজা পাঠ করাতে। কিন্তু ব্যয়বহুল হওয়ায় সেই রাস্তায় হাঁটেননি বাবলু। 

এ নিয়ে তিনি বলেন, যদি আমাকে মরতে হয়, আমি মরব। আমি আত্মরক্ষায় সাপটিকে মেরেছি এবং এতে আমি অনুতপ্ত নই।

মির্জাপুর জেলার একজন কর্মকর্তা জানিয়েছেন, যে সাপটি বাবলুকে ছোবল দিচ্ছে, সেটি বিষধর প্রজাতির নয়। আর এ জন্য তিনি বেঁচে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত