Ajker Patrika

কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত টিকা : মমতা

আপডেট : ২৫ জুন ২০২১, ১১: ০৩
কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত টিকা : মমতা

ঢাকা: ‘শুধু বাংলায় নয়, দেশজুড়ে অজস্র ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যায়। কিন্তু যারা কোভ্যাকসিন নিয়েছে, তারা এখন সমস্যায় পড়ছে। বিদেশে তাদের টিকা নেওয়ার প্রশংসাপত্র গ্রহণ করা হচ্ছে না। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এই কোভ্যাকসিনের অনুমোদন দেয়নি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে এসব কথা উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজারের। 

মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাকসিন অনুমোদনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে চিঠিতে লিখেছেন, টিকাদান কর্মসূচির শুরু থেকেই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুই রকম টিকাই পেয়েছে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলোও কোভ্যাকসিনের টিকা মজুত করেছে। অনেক শিক্ষার্থীও এই টিকা নিয়েছে। 

এর আগে মমতা কটাক্ষ করে বলেছিলেন, কোভ্যাকসিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত টিকা। 

এ প্রসঙ্গে সাংবাদিকদের মমতা গত বুধবার বলেছিলেন, কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে। এই টিকা নিয়ে ব্রাজিল, বাংলাদেশের সঙ্গেও সমস্যা চলছে। 

সরকারি ভবন নবান্নে গত বুধবার মমতা রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যেন দ্রুত এই টিকা নিয়ে সমস্যা মেটানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত