Ajker Patrika

ভারতে ৬০ ফুটের আস্ত সেতু চুরি 

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১২: ৪৬
ভারতে ৬০ ফুটের আস্ত সেতু চুরি 

ভারতের বিহার রাজ্যে ৬০ ফুটের একটি লোহার ব্রিজ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

পুলিশ জানায়, চোরদের একটি দল ৫০০ টন ওজনের লোহার ব্রিজটি তুলে নিয়ে যায়। চোরেরা তিন দিন ধরে ব্রিজটি কাটে এবং পিকআপ ভ্যান দিয়ে সেটি তুলে নিয়ে যায়। 

গ্রামবাসীদের বরাত দিয়ে বিহার রাজ্য সেচ দপ্তরের জুনিয়র প্রকৌশলী আরশাদ কমল শামশি বার্তা সংস্থা এএনআইকে বলেন, কিছু লোক কর্মকর্তা সেজে পরিত্যক্ত সেতুটি চুরি করে নিয়ে যায়। 

বিহারের পুলিশ কর্মকর্তা সুভাষ কুমার বলেন, সরকারি সেচ কর্মকর্তাদের ছদ্মবেশে চোরেরা এসেছিল। তারা বুলডোজার ও গ্যাসকাটার নিয়ে আসে। ব্রিজটি ৫০ বছরের পুরোনো ছিল। 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত