Ajker Patrika

জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় সেনাসদস্য নিহত 

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৯: ৩২
জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় সেনাসদস্য নিহত 

ভারতের জম্মু-কাশ্মীরে এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কুলগাম জেলার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জানতে পারে, দক্ষিণ কুলগাম জেলার হালান বনাঞ্চলের উঁচু এলাকার একটি অবস্থানে সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অবস্থানটি ঘেরাও করে অনুসন্ধান অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য গুরুতর আহত হন। পরে তাঁরা চিকিৎসা চলাকালে মারা যান।’

ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরভিত্তিক চিনার কর্পস এক টুইটে বলেছে, ‘অপারেশন হালান কুলগাম পরিচালনার সময় হালানের উঁচু এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়। সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের সময় তিন সদস্য আহত হন এবং পরে তাঁরা মারা যান।’ টুইটে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কুলগামে সতর্ক অবস্থায় রয়েছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কুলগাম পুলিশের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, হালানে একটি শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত