অনলাইন ডেস্ক
ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত ২ ভারতীয়। অতি সম্প্রতি তাঁরা নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কবে নাগাদ তাঁরা নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্টেটসম্যান জানিয়েছে, রাশিয়ার ভারতীয় দূতাবাস নিহত ওই দুই ভারতীয়র দেহাবশেষ ফেরত পাওয়ার লক্ষ্যে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে, যাতে করে ওই দুই ভারতীয়র মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়।
গতকাল মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মস্কোতে আমাদের দূতাবাস রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই দুজনের দেহাবশেষ দ্রুত ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, রুশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সব ভারতীয়র দেশে ফেরার বিষয়টি মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোতে ভারতীয় দূতাবাস দৃঢ়ভাবে নয়াদিল্লিতে রুশ রাষ্ট্রদূত ও মস্কোতে রুশ কর্তৃপক্ষের কাছে দেশটির সেনাবাহিনীতে থাকা সব ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি এবং ফিরে আসার জন্য বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেছে।’
বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাই। ভারত (রাশিয়ার কাছে) আরও দাবি করেছে, রুশ সেনাবাহিনীতে আমাদের নাগরিকদের আরও যেকোনো ধরনের নিয়োগের জন্য যাচাই করা বন্ধ করা হোক। এ ধরনের কার্যক্রম আমাদের অংশীদারত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।’
এর আগে, ২০২৩ সালের নভেম্বর থেকে প্রায় ১৮ জন ভারতীয়কে রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী মারিওপোল, খারকিভ, দোনেৎস্ক, রোস্তোভ-অন-দনে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এর মধ্যে যুদ্ধে একজনের মৃত্যু হয়েছে বলে জানান এক এজেন্ট। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে।
২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনীতে কয়েকজন ভারতীয় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিলেও যুদ্ধে রাশিয়ার পক্ষে ভারতীয়দের উপস্থিতি এই প্রথমবারের মতো প্রকাশ্যে এল।
ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত ২ ভারতীয়। অতি সম্প্রতি তাঁরা নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কবে নাগাদ তাঁরা নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্টেটসম্যান জানিয়েছে, রাশিয়ার ভারতীয় দূতাবাস নিহত ওই দুই ভারতীয়র দেহাবশেষ ফেরত পাওয়ার লক্ষ্যে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে, যাতে করে ওই দুই ভারতীয়র মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়।
গতকাল মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মস্কোতে আমাদের দূতাবাস রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই দুজনের দেহাবশেষ দ্রুত ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, রুশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সব ভারতীয়র দেশে ফেরার বিষয়টি মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোতে ভারতীয় দূতাবাস দৃঢ়ভাবে নয়াদিল্লিতে রুশ রাষ্ট্রদূত ও মস্কোতে রুশ কর্তৃপক্ষের কাছে দেশটির সেনাবাহিনীতে থাকা সব ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি এবং ফিরে আসার জন্য বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেছে।’
বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাই। ভারত (রাশিয়ার কাছে) আরও দাবি করেছে, রুশ সেনাবাহিনীতে আমাদের নাগরিকদের আরও যেকোনো ধরনের নিয়োগের জন্য যাচাই করা বন্ধ করা হোক। এ ধরনের কার্যক্রম আমাদের অংশীদারত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।’
এর আগে, ২০২৩ সালের নভেম্বর থেকে প্রায় ১৮ জন ভারতীয়কে রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী মারিওপোল, খারকিভ, দোনেৎস্ক, রোস্তোভ-অন-দনে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এর মধ্যে যুদ্ধে একজনের মৃত্যু হয়েছে বলে জানান এক এজেন্ট। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে।
২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনীতে কয়েকজন ভারতীয় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিলেও যুদ্ধে রাশিয়ার পক্ষে ভারতীয়দের উপস্থিতি এই প্রথমবারের মতো প্রকাশ্যে এল।
ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
২০ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
২ ঘণ্টা আগে