Ajker Patrika

১১১ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ দেখল ভারত

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২: ৩৬
১১১ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণ দেখল ভারত

১১১ দিনের মধ্যে আজ মঙ্গলবার সবচেয়ে কম সংক্রমণ দেখল ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭০৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৪ হাজার ৭০৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আগের দিনের তুলনায় দেশটিতে নতুন করোনা রোগী কমেছে প্রায় পাঁচ হাজার। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ২০০। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশিসংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এক দিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় ৫২ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ হাজার।

ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ২৮১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত