Ajker Patrika

সরকার বদল করতে অ্যাম্বুলেন্সে এসে ভোট দিলেন তিনি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৯
সরকার বদল করতে অ্যাম্বুলেন্সে এসে ভোট দিলেন তিনি

ভারতের উত্তর প্রদেশে চলছে বিধানসভার ভোট। সেখানকার যোগী আদিত্যনাথের সরকারকে বদল করতে আজ বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে এসে ভোট দিয়ে গেলেন ১৫ বছর ধরে শয্যাশায়ী থাকা জহির খান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৫ বছর আগে মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন জহির খান। উত্তর প্রদেশের হাপুড় আসনে ভোট দিয়েছেন তিনি। 

জহির খান অ্যাম্বুলেন্সে চড়ে ভোটকেন্দ্রে আসার পর স্ট্রেচারে করে তাঁকে ভোট দিতে নিয়ে যাওয়া হয়।  

সাংবাদিকদের খান বলেন, এই সরকার কারও স্বার্থে নয়। ব্যাপক বেকারত্ব বেড়েছে। তারা সহজ কাজগুলো করতে পারছে না। আমি এই সরকারের পরিবর্তন চাই।

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় আজ বৃহস্পতিবার ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত