Ajker Patrika

আম্বানিদের লাখো কোটির রিলায়েন্স ক্যাপিটাল জলের দামে কিনে নিচ্ছে হিন্দুজা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৯: ৪৪
আম্বানিদের লাখো কোটির রিলায়েন্স ক্যাপিটাল জলের দামে কিনে নিচ্ছে হিন্দুজা

মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি একসময় ভারতের সবচেয়ে ধনি ব্যক্তি ছিলেন। যদিও পরবর্তীতে তাঁকে বিভিন্ন ধরনের আর্থিক ঝামেলার মুখোমুখি হতে হয়েছে। সর্বশেষ তাঁর মালিকানায় থাকা রিলায়েন্স ক্যাপিটাল নামের আর্থিক প্রতিষ্ঠানটিকে হিন্দুজা গ্রুপ কিনে নিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

এ বিষয়ে পাওয়া সর্বশেষ তথ্যের বরাত দিয়ে ডিএনএ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স ক্যাপিটালের ঋণদাতারা বর্তমানে হিন্দুজা ভাইদের দ্বারস্থ হয়েছেন কোম্পানিটি কিনে নেওয়ার জন্য। একসময় এই কোম্পানির মাধ্যমেই অতি ধনির কাতারে পা রেখেছিলেন আম্বানি ভাইয়েরা। 

রিলায়েন্স ক্যাপিটাল বর্তমানে অনিল আম্বানির মালিকানাধীন। সম্প্রতি বিপুল লোকসানের শিকার হয় এই আর্থিক প্রতিষ্ঠানটি। ২০১৮ সালেই এই কোম্পানির বাজারমূল্য ছিল ৯৩ হাজার ৮৫১ কোটি রুপি। কিন্তু অনিল আম্বানির বিপুল আর্থিক পতনের পর এই কোম্পানির মূল্য রাতারাতি কমতে শুরু করে। এ অবস্থায় এই আর্থিক প্রতিষ্ঠানটিতে যারা লগ্নি করেছিলেন বা ঋণ দিয়েছিলেন তাঁরা এটিকে বিক্রি করে দেওয়ার জন্য অধৈর্য হয়ে পড়েছেন। 

বর্তমানে রিলায়েন্স ক্যাপিটাল কিনতে এবং পুনরুজ্জীবিত করতে ৯ হাজার ৬৬১ কোটি টাকা বিড করেছে হিন্দুজা গ্রুপের ফার্ম—ইন্দুসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড (আইআইএইচএল)। আর রিলায়েন্স ক্যাপিটালের ৯৯ শতাংশ ঋণদাতাই এই দামে কোম্পানিটি হিন্দুজা গ্রুপের কাছে বিক্রি করে দিতে ভোট দিয়েছে। 

এ অবস্থায় বেচা-কেনাটি সম্পন্ন হলে হিন্দুজা গ্রুপ অনিল আম্বানির কোম্পানি অধিগ্রহণের পাশাপাশি, কোম্পানিটির কাছে থাকা নগদ ৫০০ কোটি রুপিও অধিগ্রহণ করবে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আইআইএইচএল গ্রুপ এবং রিলায়েন্স ক্যাপিটাল ঋণদাতাদের মধ্যে চুক্তির চূড়ান্ত আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। 

বলা হচ্ছে, রিলায়েন্স ক্যাপিটালকে হিন্দুজা গ্রুপ কিনে নিলে মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানির কিছুটা উপকার হতে পারে। কয়েক বছর আগেই নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন তিনি এবং ভারতের নেতৃস্থানীয় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তাঁর মালিকানাধীন মোট অর্থের পরিমাণ শূন্য বলে রেকর্ড করা হয়েছিল। 

কোম্পানিটি বিক্রি করে দিলে এর ঋণদাতারা ১০ হাজার ২০০ কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন বলে আশা করা হচ্ছে। এতে তাঁদের বিনিয়োগের প্রায় ৬৫ শতাংশ পুনরুদ্ধার হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত