Ajker Patrika

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৭: ৫৮
মুসলিমদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানালেন হিন্দুরা। ছবি: স্ক্রিনশট
মুসলিমদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানালেন হিন্দুরা। ছবি: স্ক্রিনশট

ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে আজ সোমবার হিন্দু–মুসলিম ঐক্য কমিটির উদ্যোগে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। ঈদুল ফিতরের নামাজ পড়তে দিল্লি রোডের ঈদগাহে সমবেত হওয়া হাজার হাজার মুসলিমদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। এই ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিশ্বজুড়ে বিভিন্ন দিনে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আকাশে উদিত হওয়া নতুন চাঁদ দেখার মাধ্যমে ইসলামি দিনপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন নির্ধারিত হয়। পরদিনই উদ্‌যাপন করা ঈদুল ফিতর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি এই উৎসব সমাজের আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা জাগ্রত করবে এই কামনা করেন।

প্রধানমন্ত্রী মোদি এক্স–এ এক পোস্টে বলেছেন, ‘ঈদুল ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সবার প্রচেষ্টায় আনন্দ ও সাফল্য আসুক। ঈদ মোবারক!’

এ বছর রমজান মাস ২৯ দিনের ছিল, যেখানে গত বছর ছিল ৩০ দিনের।

ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে একটি মাস ২৯ নাকি ৩০ দিনের হবে। রমজান মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু পানাহার থেকে বিরত থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত