Ajker Patrika

ত্রিপুরায় পৌর ভোটে এগিয়ে বিজেপি

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৪০
ত্রিপুরায় পৌর ভোটে এগিয়ে বিজেপি

টানটান উত্তেজনার মধ্যে গত বৃহস্পতিবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পৌর ও নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ রোববার চলছে ভোট গণনা। ভোট গণনায় এগিয়ে রয়েছে বিজেপি। 

বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য দাবি করেন, উন্নয়নের স্বার্থে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তবে বিরোধীদের অভিযোগ, ব্যাপক কারচুপি করে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে। 

আজ রোববার ত্রিপুরায় ভারতীয় সময় সকাল ৮টা থেকে ১৩টি পুর ও নগর সংস্থার ২২২টি আসনের ভোট গণনা শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গণনা চলছে ১৬টি কেন্দ্রে। বিরোধীরা অভিযোগ করে বলেছেন, ক্ষমতাসীন দল হিংসা, সন্ত্রাস, ভোট প্রদানে বাধা ও জাল ভোটের মাধ্যমে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে।

তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিকের মতে, এ রকম প্রহসনের ভোট দেশে নজিরবিহীন। ভোটগ্রহণের দিন রাজ্য নির্বাচন কমিশন ছিল একেবারে অস্তিত্বহীন। 

আগরতলা পুর নিগমে নতুন করে ভোট নেওয়ার দাবি করেছে তৃণমূল। এরই মধ্যে ত্রিপুরায় ফের ভোট চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। 

বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ করও ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তাঁরা আগরতলাসহ বেশ কয়েক জায়গায় ভোট গণনা বয়কট করেছেন। 

ভোটের নামে বিরোধীরা বেনজির প্রহসনের অভিযোগ করলেও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৮১.৫৪ শতাংশ ভোট পড়ায় এবং যেভাবে ‘অবাধ ও শান্তিপূর্ণ’ ভোট হয়েছে, এর জন্য রাজ্যবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। 

উল্লেখ্য, আগরতলা পৌর নিগম, ১৩টি পৌর পরিষদ এবং ছয়টি নগর পঞ্চায়েতের ভোট হওয়ার কথা থাকলেও সাতটি পৌর সংস্থা বিনা লড়াইয়ে আগেই জয়লাভ করেছে শাসক দল বিজেপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত