ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় চলছে রামমন্দির নির্মাণের মহাযজ্ঞ। ২২ জানুয়ারি মহাসমারোহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই নির্মাণের আগে তাড়াহুড়ো করে উদ্বোধন করছে মোদি সরকার—এমন অভিযোগে বিরোধীরা অনুষ্ঠান বর্জন করেছে। ভারতের বেশ কয়েকজন হিন্দু গুরুও একই অভিযোগ তুলে অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এর মধ্যে আরেক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সুযোগসন্ধানী ব্যবসায়ীরা। ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনে বিক্রি হচ্ছে রামমন্দিরের প্রসাদ। তাঁরা বিক্রি করছেন লাড্ডুসহ নানা কিছু।
বিষয়টি এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে। আমাজনকে এ ব্যাপারে নোটিশও দেওয়া হয়েছে।
আমাজনের বিরুদ্ধে ‘শ্রীরামমন্দির অযোধ্যা প্রসাদ’ নামে লাড্ডু বিক্রির অভিযোগ এনেছে ভারতের কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। সংস্থাটির দাবি, উদ্বোধনের অপেক্ষায় থাকা অযোধ্যার রামমন্দিরের প্রসাদের কথা বলে লাড্ডু বিক্রি করে ভোক্তাদের প্রতারিত করছে আমাজন।
কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) বলে, এ ধরনের চর্চা পণ্যের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে ভোক্তাদের বিভ্রান্ত করে। ভুল উপস্থাপনার ওপর ভিত্তি করে তাদের কেনার সিদ্ধান্ত প্রভাবিত হয়।
সিসিপিএ এক বিবৃতিতে বলে, ‘অনলাইনে প্রতারণামূলকভাবে উপস্থাপনা করা হয়, এমন খাদ্যপণ্য বিক্রির অনুমতি দেওয়া পণ্যের আসল বৈশিষ্ট্য সম্পর্কে ভোক্তাদের বিভ্রান্ত করে। এ ধরনের উপস্থাপনা ভোক্তাদের পণ্য কেনার সিদ্ধান্ত প্রভাবিত করে। পণ্যটির আসল বৈশিষ্ট্য উল্লেখ করা হলে হয়তো তারা সেটি কিনত না।’
আমাজন প্ল্যাটফর্মে রামমন্দিরের নামে উপস্থাপিত তালিকাভুক্ত পণ্যের মধ্যে রয়েছে—শ্রীরামমন্দির অযোধ্যা প্রসাদ—রঘুপতি ঘি লাড্ডু, অযোধ্যা রামমন্দির অযোধ্যা প্রসাদ, খোয়া খোবি লাড্ডু, রামমন্দির অযোধ্যা প্রসাদ—দেশি গরুর দুধের পেড়া।
সিসিপিএর দেওয়া নোটিশের জবাব দেওয়ার জন্য আমাজনকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে কোম্পানিটির বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর অধীনে পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় চলছে রামমন্দির নির্মাণের মহাযজ্ঞ। ২২ জানুয়ারি মহাসমারোহে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই নির্মাণের আগে তাড়াহুড়ো করে উদ্বোধন করছে মোদি সরকার—এমন অভিযোগে বিরোধীরা অনুষ্ঠান বর্জন করেছে। ভারতের বেশ কয়েকজন হিন্দু গুরুও একই অভিযোগ তুলে অনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এর মধ্যে আরেক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সুযোগসন্ধানী ব্যবসায়ীরা। ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনে বিক্রি হচ্ছে রামমন্দিরের প্রসাদ। তাঁরা বিক্রি করছেন লাড্ডুসহ নানা কিছু।
বিষয়টি এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে। আমাজনকে এ ব্যাপারে নোটিশও দেওয়া হয়েছে।
আমাজনের বিরুদ্ধে ‘শ্রীরামমন্দির অযোধ্যা প্রসাদ’ নামে লাড্ডু বিক্রির অভিযোগ এনেছে ভারতের কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। সংস্থাটির দাবি, উদ্বোধনের অপেক্ষায় থাকা অযোধ্যার রামমন্দিরের প্রসাদের কথা বলে লাড্ডু বিক্রি করে ভোক্তাদের প্রতারিত করছে আমাজন।
কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) বলে, এ ধরনের চর্চা পণ্যের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে ভোক্তাদের বিভ্রান্ত করে। ভুল উপস্থাপনার ওপর ভিত্তি করে তাদের কেনার সিদ্ধান্ত প্রভাবিত হয়।
সিসিপিএ এক বিবৃতিতে বলে, ‘অনলাইনে প্রতারণামূলকভাবে উপস্থাপনা করা হয়, এমন খাদ্যপণ্য বিক্রির অনুমতি দেওয়া পণ্যের আসল বৈশিষ্ট্য সম্পর্কে ভোক্তাদের বিভ্রান্ত করে। এ ধরনের উপস্থাপনা ভোক্তাদের পণ্য কেনার সিদ্ধান্ত প্রভাবিত করে। পণ্যটির আসল বৈশিষ্ট্য উল্লেখ করা হলে হয়তো তারা সেটি কিনত না।’
আমাজন প্ল্যাটফর্মে রামমন্দিরের নামে উপস্থাপিত তালিকাভুক্ত পণ্যের মধ্যে রয়েছে—শ্রীরামমন্দির অযোধ্যা প্রসাদ—রঘুপতি ঘি লাড্ডু, অযোধ্যা রামমন্দির অযোধ্যা প্রসাদ, খোয়া খোবি লাড্ডু, রামমন্দির অযোধ্যা প্রসাদ—দেশি গরুর দুধের পেড়া।
সিসিপিএর দেওয়া নোটিশের জবাব দেওয়ার জন্য আমাজনকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে কোম্পানিটির বিরুদ্ধে ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর অধীনে পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে