Ajker Patrika

রাশিয়ার সমালোচনা না করেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ করল জি-২০ 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১১: ১৩
রাশিয়ার সমালোচনা না করেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গ্রহণ করল জি-২০ 

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কোনো সমালোচনাই করা হয়নি ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে। মস্কোর কোনো সমালোচনা করা ছাড়াই গৃহীত হয়েছে জোটে ১০ দফা ঘোষণাপত্র। সম্মেলনের প্রথম দিন ৯ সেপ্টেম্বর এই ঘোষণাপত্র গৃহীত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ ‘এক বিশ্ব, এক পরিবার’ গড়ার বিষয়ে সম্মত হয়। এ লক্ষ্যে জোটের দেশগুলো নয়া দিল্লিতে ১০ দফার ঘোষণা দেয়। যেটিকে বলা হয়েছে ‘নয়াদিল্লি ঘোষণা’। জোটের বর্তমান সভাপতি দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। 

নয়াদিল্লি ঘোষণার প্রস্তাবনায় বলা হয়েছে, এই একমাত্র পৃথিবীতে আমরা একটি পরিবার এবং আমাদের ভবিষ্যৎও একই। তবে সারা বিশ্বকে একই পরিবার বলা হলেও এই সম্মেলনে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সরাসরি নাম উল্লেখ করে কোনো সমালোচনা করা হয়নি। 

সম্মেলনের প্রথম দিনে জোটের নেতার জোর করে কোনো দেশের ভূখণ্ড দখল করার বিষয়টি সমালোচনা করেন। তবে এ সময় তাঁরা রাশিয়ার নাম উল্লেখ করা থেকে বিরত থাকেন। এ সময় তাঁরা প্রত্যেক দেশের জাতীয় অবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর জোর আরোপ করেন। 

ইউক্রেনের নেতারা জি-২০ নেতাদের এই অবস্থানের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, এই ঘোষণায় গর্বিত হওয়ার কিছু নেই।’ 
 
এর আগে জি-২০-এর বালি সম্মেলনে জি-২০ জোটের নেতারা ইউক্রেন আক্রমণ করায় তীব্র ভাষায় রাশিয়ার সমালোচনা করেন। তবে সে সময়ও জোটের সদস্যদের মধ্যে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ভিন্ন অবস্থান ছিল। সর্বশেষ জি-২০ সম্মেলনের ঘোষণাপত্রে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়াকে এই সংকটের শান্তিপূর্ণ ও ইতিবাচক সমাধান খোঁজার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত