কলকাতা প্রতিনিধি
ভারতের অবাঙালি হিন্দুদের বড় অংশ আজ বুধবার মেতে উঠেছিল দাশেরা বা রাবণবধ অনুষ্ঠানে। উত্তর ও পশ্চিম ভারতে দুর্গা পূজার দশমীর দিন এই রাবণবধ বেশ জনপ্রিয়। লাখ লাখ মানুষ অংশ নেন অশুভ শক্তির প্রতীক রামায়ণে বর্ণিত রাবণকে বধ করার আনন্দে।
এই দাশেরা বা রাবণবধের অনুষ্ঠান ভারতের অন্যতম রাজ্য মহারাষ্ট্রে খুবই জনপ্রিয়। সেখানে এবার একনাথ সিদ্ধের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শিবসেনার একাংশের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার লড়াই জমে উঠেছে। উভয় পক্ষই শত শত বাস ও অন্যান্য গাড়ি, এমনকি ট্রেন ভাড়া করে রাজ্য থেকে লোক জড়ো করেছেন দশেরা উদ্যাপনে। ৫৬ বছর আগে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে যে রাবণবধের সূচনা করেছিলেন সেই পরম্পরা বজায় রাখতেই উভয় পক্ষের এই লড়াই।
দুই ভাগে বিভক্ত শিবসেনার প্রতিটি অংশ শক্তিপ্রদর্শনের জন্য নিয়েছেন এই দিনটিকে। মুম্বাইয়ের বান্দ্রা কুলরা কমপ্লেক্সের মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথোরিটি বা এমএমআরডিএ ময়দানে ছিল সিন্ধে গোষ্ঠীর দাশেরা। আর মধ্য মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে দাশেরা পালন করে উদ্ধব ঠাকরের শিবসেনা। শিবসেনার উভয় অংশের দাশেরা উদ্যাপন কর্মসূচি নিয়ে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়েই পালিত হয় সাধারণ মানুষের রাবণবধ পর্ব।
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাশেরা ও বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে বলেছেন, ‘ঘৃণার লঙ্কা পুড়িয়ে দাও/হিংসার মেঘনাদ মুছে/শেষ করে অহংকার রাবণ/সত্য ও ন্যায়ের জয় হোক।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দশেরা পালন করছেন হিমাচল প্রদেশে। বিরোধীদের কটাক্ষ, সামনেই সেই রাজ্যে নির্বাচন। তাই রাজনৈতিক ফায়দা তুলতেই মোদি সেখানে দাশেরা পালন করেছেন।
ভারতের অবাঙালি হিন্দুদের বড় অংশ আজ বুধবার মেতে উঠেছিল দাশেরা বা রাবণবধ অনুষ্ঠানে। উত্তর ও পশ্চিম ভারতে দুর্গা পূজার দশমীর দিন এই রাবণবধ বেশ জনপ্রিয়। লাখ লাখ মানুষ অংশ নেন অশুভ শক্তির প্রতীক রামায়ণে বর্ণিত রাবণকে বধ করার আনন্দে।
এই দাশেরা বা রাবণবধের অনুষ্ঠান ভারতের অন্যতম রাজ্য মহারাষ্ট্রে খুবই জনপ্রিয়। সেখানে এবার একনাথ সিদ্ধের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শিবসেনার একাংশের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার লড়াই জমে উঠেছে। উভয় পক্ষই শত শত বাস ও অন্যান্য গাড়ি, এমনকি ট্রেন ভাড়া করে রাজ্য থেকে লোক জড়ো করেছেন দশেরা উদ্যাপনে। ৫৬ বছর আগে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে যে রাবণবধের সূচনা করেছিলেন সেই পরম্পরা বজায় রাখতেই উভয় পক্ষের এই লড়াই।
দুই ভাগে বিভক্ত শিবসেনার প্রতিটি অংশ শক্তিপ্রদর্শনের জন্য নিয়েছেন এই দিনটিকে। মুম্বাইয়ের বান্দ্রা কুলরা কমপ্লেক্সের মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথোরিটি বা এমএমআরডিএ ময়দানে ছিল সিন্ধে গোষ্ঠীর দাশেরা। আর মধ্য মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে দাশেরা পালন করে উদ্ধব ঠাকরের শিবসেনা। শিবসেনার উভয় অংশের দাশেরা উদ্যাপন কর্মসূচি নিয়ে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়েই পালিত হয় সাধারণ মানুষের রাবণবধ পর্ব।
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাশেরা ও বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে বলেছেন, ‘ঘৃণার লঙ্কা পুড়িয়ে দাও/হিংসার মেঘনাদ মুছে/শেষ করে অহংকার রাবণ/সত্য ও ন্যায়ের জয় হোক।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দশেরা পালন করছেন হিমাচল প্রদেশে। বিরোধীদের কটাক্ষ, সামনেই সেই রাজ্যে নির্বাচন। তাই রাজনৈতিক ফায়দা তুলতেই মোদি সেখানে দাশেরা পালন করেছেন।
রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
১০ মিনিট আগেআজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও ২৫ ফুট লম্বা ট্রেন ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা।
৮ ঘণ্টা আগেএই ইস্যুতে আজ মঙ্গলবার গ্রীষ্মকালীন ছুটি ভেঙে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডাকেন স্টারমার। বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে যৌথভাবে গৃহীত নতুন শান্তি পরিকল্পনা ও গাজার ২২ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়।
৯ ঘণ্টা আগেপপ তারকা ক্যাটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।
১০ ঘণ্টা আগে