Ajker Patrika

ভারতে শেষ ধাপের ভোটে তাপপ্রবাহে ৩৩ নির্বাচন কর্মকর্তার মৃত্যু 

ভারতে শেষ ধাপের ভোটে তাপপ্রবাহে ৩৩ নির্বাচন কর্মকর্তার মৃত্যু 

ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপ তথা সপ্তম ধাপের ভোটগ্রহণ হয়েছে গতকাল শনিবার। আর সেদিন দেশটির উত্তর প্রদেশ রাজ্যে তীব্র তাপপ্রবাহের কারণে অন্তত ৩৩ জন নির্বাচন কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী কর্মকর্তা নবদ্বীপ রিনওয়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নবদ্বীপ রিনওয়ার দেওয়া তথ্য অনুসারে, নিহত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হোম গার্ডস, পয়োনিষ্কাশন কর্মীরাও অন্তর্ভুক্ত। এর বাইরে, কোন পদের কর্মকর্তা কতজন মারা গেছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি নবদ্বীপ রিনওয়া। এ ছাড়া, রাজ্যের বালিয়া আসনের সিকান্দারপুর নামে একটি ভোটকেন্দ্রে এক ভোটার মারা গেছেন। 

উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী কর্মকর্তার মতে, বালিয়া আসনের সিকান্দারপুর কেন্দ্রে যে ভোটার মারা গেছেন তাঁর নাম রাম বদন চৌহান। নবদ্বীপ রিনওয়া জানিয়েছেন, ওই ভোটার ভোটকেন্দ্রে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে দ্রুতই তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

নবদ্বীপ রিনওয়া জানিয়েছেন, যেসব জেলায় এসব কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন সেখানকার জেলা ম্যাজিস্ট্রেটদের তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, তাদের ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে, মারা যাওয়া কর্মকর্তাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসার, মারা যাওয়া প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে ১৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত