Ajker Patrika

ভুয়া ভারতীয় পাসপোর্ট–ভিসা নিয়ে কেনিয়া গিয়ে আটক বাংলাদেশি দম্পতি

অনলাইন ডেস্ক
ভুয়া ভারতীয় পাসপোর্ট–ভিসা নিয়ে কেনিয়া গিয়ে আটক বাংলাদেশি দম্পতি

ভুয়া ভারতীয় পাসপোর্ট নিয়ে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত ও কেনিয়ার রাজধানী নাইরোবি ভ্রমণের পর মরিশাস যাওয়ার পথে বাংলাদেশি এক দম্পতিকে আটক করা হয়েছে। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) নাইরোবি থেকে মরিশাসে যাওয়ার চেষ্টা করার সময় কেনিয়ার অভিবাসন কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন এ দম্পতি। আটকের পর তাঁদের ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, গত শনিবার সকালে অভিবাসন কর্মকর্তা শচীন কুমার সিংকে জানানো হয়, মোহাম্মদ শাহীন বসিরুল্লাহ (২৪) ও তাসনিম জুয়েল (৩০) নামের এক দম্পতিকে নাইরোবি থেকে মুম্বাইয়ে পাঠানো হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, পর্যাপ্ত অর্থের অভাবে তাঁদের ফেরত পাঠানো হয়েছে। হিন্দি ভাষা না জানায় তাঁদের সন্দেহ করা হয়। এরপরে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে দম্পতি স্বীকার করেন, মূলত তাঁরা বাংলাদেশের নাগরিক। 

 ২০২৩ সালে এ দম্পতি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভুয়া কাগজপত্র দিয়ে পাসপোর্ট তৈরির পর তাঁরা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা পান। ২০২৩ সালের ২১ ডিসেম্বর দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাঁরা আবুধাবির উদ্দেশে বেরিয়ে পড়েন। 

ইউএইতে দুই মাস থাকার পর ও দম্পতি নাইরোবিতে চলে যান। গত শনিবার মরিশাসের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে তাঁদের কাগজপত্র যাচাই করা হয় এবং এরপর ভারতে পাঠিয়ে দেওয়া হয়। 

মুম্বাইয়ের সাহার থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক ধনজয় সোনাওয়েন হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা এ দুজনকে গ্রেপ্তার করেছি। এখন আমরা তাঁদের সংযুক্ত আরব আমিরাত, নাইরোবি ও মরিশাস সফরের উদ্দেশ্য খুঁজে বের করছি।’ 

এই দম্পতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০,৪৬৫, ৪৬৮ এবং ৪৭১ ধারা এবং ১৯৪৬ সালের বিদেশি আইনের ধারায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত