Ajker Patrika

জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, ভোট শেষে ফিরতে হবে কারাগারে

কলকাতা সংবাদদাতা 
আপডেট : ১০ মে ২০২৪, ১৭: ৩৭
জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, ভোট শেষে ফিরতে হবে কারাগারে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন। আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন আবেদন মঞ্জুর করেন। লোকসভা ভোটের আগে এই জামিন পাওয়ায় ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির মনোবল এখন তুঙ্গে। 

কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলছিল বিরোধীরা। এদিন সর্বোচ্চ আদালতের নির্দেশে সেই বিজেপিকে এক প্রকার চাপে ফেলল আম আদমি পার্টি। 

দেশের শীর্ষ আদালত অরবিন্দ কেজরিওয়ালকে আগামী ১ জুন অর্থাৎ সপ্তম দফা ভোটের শেষ দিন পর্যন্ত মোট ২১ দিন অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। 

উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আদালত বলেছেন, ভোট শেষ হওয়ার পরেই ২ জুনের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। 

গত বৃহস্পতিবার আদালত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আভাস দিয়েছিল। তখন এই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জামিনের তীব্র বিরোধিতা করে। 

আদালতের পর্যবেক্ষণ ছিল, এখন ভোট চলছে। তাই একটি রাজনৈতিক দলের সর্বাধ্যক্ষ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে দাঁড়ানো জরুরি। বিশেষত তিনি কোনো সন্ত্রাসবাদী বা দাগি অপরাধী নন। তাহলে তাঁর জামিনের ব্যাপারে আপত্তি কীসের! 

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালত অবশ্য এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জামিনে মুক্ত হলেও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো কাজ করতে পারবেন না। 

দিল্লির লেফটেন্যান্ট জেনারেলের অনুমতি ছাড়া তিনি কোনো সরকারি কাজে নিজেকে যুক্ত রাখতে পারবেন না। ভিসা, পাসপোর্ট তদন্তকারী আধিকারিকের কাছে জমা রাখতে হবে। ইডির অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত