Ajker Patrika

গুজরাটে আম আদমি পার্টির প্রার্থীকে অপহরণের অভিযোগ

কলকাতা প্রতিনিধি
গুজরাটে আম আদমি পার্টির প্রার্থীকে অপহরণের অভিযোগ

ভারতের গুজরাট রাজ্যের বিধানসভা ভোটের আগে বিরোধীদলীয় প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দিল্লির উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা মনীশ সিসোদিয়া বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সুরাট (পূর্ব) আসনে তাঁদের দলীয় প্রার্থী কাঞ্চন জরিওয়ালা ও তাঁর পরিবারকে অপহরণ করেছে বিজেপি সমর্থকেরা। পুলিশের সামনে থেকেই কাঞ্চন জরিওয়ালা ও তাঁর পরিবারকে অপহরণ করা হয় বলেও অভিযোগ করেন মনীশ সিসোদিয়া। 

এদিকে, গুম অবস্থা থেকে ফিরে এসে এএপি প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এএপি নেতার অভিযোগ, অপহরণ করে বন্দুকের নলের সামনে তাদের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। 

গুজরাটে বিধানসভা ভোট ১ ও ৫ ডিসেম্বর। নির্বাচনকে কেন্দ্র উত্তেজনার পারদ চড়ছে। কংগ্রেস ছাড়াও এবার এএপিও বিজেপিকে হারাতে মরিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেকে নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে তুলে ধরতে গুজরাটে ভালো ফল করতে চাইছেন। 

তবে মনোনয়নকে ঘিরেই সংঘাত শুরু হলো এএপি-বিজেপির মধ্যে। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ—গুজরাটে ভয় পেয়েছে বিজেপি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে কেজরিওয়াল দাবি করেছেন, ‘আম আদমি পার্টির সরকার হচ্ছে গুজরাটে। তাই অপহরণের মতো রাস্তায় হাঁটছে শাসক দল।’ 

তবে কেজরিওয়ালের দাবিকে উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি, হারার ভয়ে এখন থেকেই অজুহাত খুঁজছে এএপি। এরই মধ্যে দিল্লিতে পৌর নির্বাচন ঘিরেও শুরু হয়েছে উত্তেজনা। এএপির ঘাঁটি দিল্লিতেই তাদের সবক শেখাতে মরিয়া বিজেপি। আবারও বিজেপির দল ভাঙার খেলায় ব্যস্ত এএপি। এই অবস্থায় পৌর নির্বাচনে দলীয় টিকিট বিক্রির অভিযোগে কিছুটা বিপাকে এএপি। সব মিলিয়ে এএপির সঙ্গে বিজেপির টক্কর চলছে সমানে সমানে। কিছুটা হলেও পিছিয়ে পড়েছে কংগ্রেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত