Ajker Patrika

সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী দাবি বিজেপির, বিতর্ক তুঙ্গে

কলকাতা প্রতিনিধি
সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী দাবি বিজেপির, বিতর্ক তুঙ্গে

ভারতের স্বাধীনতা সংগ্রামে কার অবদান কী তা নিয়ে বিতর্ক তুঙ্গে। গতকাল সোমবার দেশটির ৭৫ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিনায়ক দামোদর সাভারকরের নামও উচ্চারণ করেন ব্রিটিশ বিরোধী লড়াইয়ের জন্য। আর এতেই ক্ষিপ্ত হয়ে কংগ্রেস সভানেত্রী পাল্টা হুমকি দেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা বরদাশত করবে না দল।

ভারতের স্থানীয় সময় আজ মঙ্গলবার কংগ্রেসের নেতা জয়রাম রমেশ অভিযোগ করে বলেছেন, ‘সাভারকর ইংরেজদের হয়ে কাজ করেছেন, তাঁর সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের তুলনা টানা অনুচিত। তবে বিজেপি হিন্দুত্ববাদী নেতা সাভারকরের হয়ে প্রচারে ব্যস্ত।’ এবং বিজেপির এমন প্রচারকে কেন্দ্র করে কর্ণাটকে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়েছে।

টিপু সুলতানের পরিবর্তে সাভারকরের পোস্টার লাগানোকে কেন্দ্র করে কর্ণাটকে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সেখানকার শিবমোঙ্গায় হিন্দুত্ববাদীরা টিপু সুলতানের বদলে সাভারকরের পোস্টার লাগাতে গেলে প্রতিবাদ একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। পরে সেই সংঘর্ষ ছড়িয়ে পরে রাজ্যের অন্যান্য অঞ্চলেও।

কর্ণাটক পুলিশের ডিজিপি অলোক কুমার জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কর্ণাটক সরকার টিপু সুলতান ও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরিবর্তে সাভারকারের ছবি প্রকাশ করা নিয়ে রাজনৈতিক উত্তেজনায় টগবগ করে ফুটছে কর্ণাটক। তবে সংকট কেবল কর্ণাটকেই সীমাবদ্ধ নেই, সাভারকর বনাম নেহরু লড়াই এখন দেশজুড়ে।

কংগ্রেস সাভারকরকে ইংরেজদের দালাল বলে চিহ্নিত করলেও বিজেপির কাছে তিন মহান স্বাধীনতা সংগ্রামী। এরই মধ্যে তৃণমূলের প্রচারিত স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে নেহরুর নাম না থাকায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সব মিলিয়ে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেও আসল স্বাধীনতা সংগ্রামী কারা তা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত