Ajker Patrika

৭ মাস পর ভারতে সংক্রমণ লাখ ছাড়াল 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ৩০
৭ মাস পর ভারতে সংক্রমণ লাখ ছাড়াল 

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত এক দিনে ১ লাখ ১৭ হাজার ১০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা গতকালের চেয়ে ২৮ শতাংশ বেশি। আজ শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।  

এদিকে গতকাল বৃহস্পতিবার ভারতে ৯০ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ গত ৬ জুন ভারতে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। ওই দিন ভারতে  ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন করোনা রোগী শনাক্ত করা হয়।  

এদিকে ভারতে গত এক দিনে করোনায় মারা গেছে ৩০২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত ৩ হাজার ৭ জন ওমিক্রনে আক্রান্ত করোনা রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৮৭৬ জন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। 

ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৩৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত