Ajker Patrika

ক্যাপ্টেন মোদির সঙ্গে ভোর ৬টা থেকে চলে ‘নেট প্র্যাকটিস’, বললেন জয়শঙ্কর

ক্যাপ্টেন মোদির সঙ্গে ভোর ৬টা থেকে চলে ‘নেট প্র্যাকটিস’, বললেন জয়শঙ্কর

‘ক্যাপ্টেন মোদির’ নেতৃত্বে কীভাবে সরকারের কার্যক্রম পরিচালনা হচ্ছে সেটি ‘ক্রিকেট’ দিয়ে ব্যাখ্যা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ‘রাইসিনা সংলাপ’ অনুষ্ঠানে এস জয়শঙ্কর বলেন, ‘ক্যাপ্টেন মোদির নেতৃত্বে আমাদের নেট অনুশীলন শুরু হয় ভোর ৬টায়, যা অনেকটা সময় ধরে চলে।’

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জয়শঙ্কর বলেন, ‘অধিনায়কের হাতে যদি এমন বোলার থাকে যিনি বেশ ছন্দে রয়েছেন, তাহলে অধিনায়ক সেই বোলারের হাতেই বল তুলে দেন। ক্যাপ্টেন মোদিও তাঁর বোলারদের একটা নির্দিষ্ট পরিমাণের স্বাধীনতা দিয়ে হাতে বল তুলে দেন। ক্যাপ্টেন মোদি আশা করেন, বোলারকে সুযোগ দিলে তিনি ঠিকই উইকেট নেবেন। তবে আমি এটিও বলতে চাই, কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন। এই যেমন—লকডাউনের সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতেই হয়েছিল। এখন যদি আমরা ফিরে তাকাই, ভেবে দেখুন আমরা যদি সেই সিদ্ধান্ত না নিতাম তাহলে কী অবস্থাটা হতো?’

ভারতের পররাষ্ট্রনীতির কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, বিশ্ব এখন সংকটের মধ্যে রয়েছে। তবে এর মধ্যেও ভারতের পররাষ্ট্রনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে বিশ্ব। দ্বিতীয় আরেকটি বিষয় হলো—ভারতের বিশ্বায়ন। এখানেও ক্রিকেট থেকে উদাহরণ টেনে জয়শঙ্ক বলেন, ‘এটি একটি ক্রিকেট দলের মতো। আমরা শুধু দেশের মাটিতেই জিততে চাই না, আমরা বিদেশের মাটিতেও জিততে চাই।’

জয়শঙ্করের সঙ্গে আলোচনায় আরও উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। জয়শঙ্কর বলেন, ‘ব্রিটেনের চেয়ে ভারত বড় অর্থনৈতিক দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্রিকেটেও ভারতের আধিপত্য রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত