ভারতের মধ্য প্রদেশ রাজ্যে দেয়াল ধসে অন্তত ৯ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় আজ সোমবার সকালে রাজ্যের সাগর জেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, মধ্য প্রদেশের সাগর জেলার শাহপুরের হারদউল বাবা মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহত শিশুদের উদ্ধার করা হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশুরা মন্দিরের একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসাবে শিবলিঙ্গ তৈরির কাজ করছিল। একপর্যায়ে মন্দিরের পাশে একটি বাড়ির দেয়াল শিশুদের ওপর ধসে পড়ে। প্রশাসন জানিয়েছে, বাড়িটি প্রায় ৫০ বছরের পুরোনো এবং ভারী বৃষ্টির কারণেই মূলত দেয়ালের ভিত্তি দুর্বল হয়ে তা ধসে পড়ে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ চালায়। শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা শিশুরা ১০-১৫ বছর বয়সী।
রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, তিনি এই ঘটনায় ব্যথিত। তিনি বলেন, ‘আমি আশা করি, আহতরা শিগগির সুস্থ হয়ে উঠবে। যারা তাদের সন্তানদের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা দেবে।’
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনাটিকে ‘হৃদয় বিদারক’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ‘ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলোকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। আমি আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করি।’
এর আগে, কিছু দিন আগে রাজ্যের রেওয়া জেলায় দেয়াল ধসে ৪ শিশু মারা যায় গতকাল রোববার। তার ঠিক একদিন পর এই হতাহতের ঘটনাটি ঘটল।
ভারতের মধ্য প্রদেশ রাজ্যে দেয়াল ধসে অন্তত ৯ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় আজ সোমবার সকালে রাজ্যের সাগর জেলায় এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, মধ্য প্রদেশের সাগর জেলার শাহপুরের হারদউল বাবা মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহত শিশুদের উদ্ধার করা হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শিশুরা মন্দিরের একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসাবে শিবলিঙ্গ তৈরির কাজ করছিল। একপর্যায়ে মন্দিরের পাশে একটি বাড়ির দেয়াল শিশুদের ওপর ধসে পড়ে। প্রশাসন জানিয়েছে, বাড়িটি প্রায় ৫০ বছরের পুরোনো এবং ভারী বৃষ্টির কারণেই মূলত দেয়ালের ভিত্তি দুর্বল হয়ে তা ধসে পড়ে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ চালায়। শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা শিশুরা ১০-১৫ বছর বয়সী।
রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, তিনি এই ঘটনায় ব্যথিত। তিনি বলেন, ‘আমি আশা করি, আহতরা শিগগির সুস্থ হয়ে উঠবে। যারা তাদের সন্তানদের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তা দেবে।’
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনাটিকে ‘হৃদয় বিদারক’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ‘ঈশ্বর যেন শোকাহত পরিবারগুলোকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন। আমি আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করি।’
এর আগে, কিছু দিন আগে রাজ্যের রেওয়া জেলায় দেয়াল ধসে ৪ শিশু মারা যায় গতকাল রোববার। তার ঠিক একদিন পর এই হতাহতের ঘটনাটি ঘটল।
হিমালয় কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
৩ মিনিট আগেনেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
৩ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
৩ ঘণ্টা আগে