অনলাইন ডেস্ক
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও তৈরি করে তা বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওগুলো ওই দম্পতি অনলাইন সরাসরি দেখাত এবং রেকর্ড করা ভিডিও হিসেবেও বিক্রি করত। অনলাইনে দেখার জন্য ফি দিতে হতো বেশি, আর রেকর্ড করা ভিডিওর জন্য কম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও সরাসরি সম্প্রচার করে অর্থ উপার্জনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর ৩৭ বছর বয়সী স্ত্রীকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মাল্লিকার্জুন নগরের ওই দম্পতির বাড়ি থেকে হাই-ডেফিনেশন ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই দম্পতি স্বীকার করেছেন, সহজে রুপি রোজগারের জন্য তারা এই কাজ শুরু করেন। ওই ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক।
পুলিশ আরও জানিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে তারা তরুণ-তরুণীদের লক্ষ্য করে নিজেদের অন্তরঙ্গ ভিডিও লাইভ সম্প্রচার বা রেকর্ড করা ভিডিও বিক্রি করতেন। সরাসরি সম্প্রচার দেখতে হলে একজনকে ২ হাজার রুপি দিতে হতো, আর রেকর্ড করা ভিডিওর দাম ছিল ৫০০ রুপি। এই পন্থায় তারা ওই ব্যক্তির মূল পেশা থেকে আয় হওয়ার তুলনায় অনেক বেশি অর্থ উপার্জন করতেন বলে জানিয়েছে পুলিশ।
ওই দম্পতি উচ্চমানের ক্যামেরা ব্যবহার করে নিজেদের যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতেন। এ ছাড়া নিজেদের পরিচয় গোপন রাখতে ভিডিওর সময় তারা মুখে মাস্ক পরতেন বলেও জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার পূর্ব জোন টাস্ক ফোর্স ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও তৈরি করে তা বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওগুলো ওই দম্পতি অনলাইন সরাসরি দেখাত এবং রেকর্ড করা ভিডিও হিসেবেও বিক্রি করত। অনলাইনে দেখার জন্য ফি দিতে হতো বেশি, আর রেকর্ড করা ভিডিওর জন্য কম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও সরাসরি সম্প্রচার করে অর্থ উপার্জনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর ৩৭ বছর বয়সী স্ত্রীকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মাল্লিকার্জুন নগরের ওই দম্পতির বাড়ি থেকে হাই-ডেফিনেশন ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই দম্পতি স্বীকার করেছেন, সহজে রুপি রোজগারের জন্য তারা এই কাজ শুরু করেন। ওই ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক।
পুলিশ আরও জানিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে তারা তরুণ-তরুণীদের লক্ষ্য করে নিজেদের অন্তরঙ্গ ভিডিও লাইভ সম্প্রচার বা রেকর্ড করা ভিডিও বিক্রি করতেন। সরাসরি সম্প্রচার দেখতে হলে একজনকে ২ হাজার রুপি দিতে হতো, আর রেকর্ড করা ভিডিওর দাম ছিল ৫০০ রুপি। এই পন্থায় তারা ওই ব্যক্তির মূল পেশা থেকে আয় হওয়ার তুলনায় অনেক বেশি অর্থ উপার্জন করতেন বলে জানিয়েছে পুলিশ।
ওই দম্পতি উচ্চমানের ক্যামেরা ব্যবহার করে নিজেদের যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতেন। এ ছাড়া নিজেদের পরিচয় গোপন রাখতে ভিডিওর সময় তারা মুখে মাস্ক পরতেন বলেও জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার পূর্ব জোন টাস্ক ফোর্স ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিরিয়ায় দ্রুজ জনগোষ্ঠী-অধ্যুষিত সুয়েইদা প্রদেশে ৬ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এদিকে দ্রুজ গোষ্ঠীকে রক্ষার নামে ওই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ওই প্রদেশে আবার সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলামপন্থী সরকার।
৪ ঘণ্টা আগেবোস্টনের জিলেট স্টেডিয়ামে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে তখন সুর ও রোমাঞ্চের ঢেউ। কনসার্টের ‘কিস-ক্যাম’-এ একে একে ভেসে উঠছিল তরুণ-তরুণীদের উচ্ছ্বাস। এভাবেই এই ক্যামেরায় ধরা পড়েন প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অ্যাস্ট্রোনমার’-এর সিইও অ্যান্ডি বায়রন ও সংস্থাটির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করে তা প্রতিরোধের অঙ্গীকার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ব্রাজিল কোনো কিছু চাপিয়ে দেওয়া মেনে নেবে না। আমরা আলোচনায় বিশ্বাসী, জবরদস্তিতে নয়।’
৮ ঘণ্টা আগেপালাতে পারেন—এমন আশঙ্কায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর গোড়ালিতে ইলেকট্রিক ট্যাগ লাগিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। এর আগে তাঁর বাসভবনে অভিযান চালিয়ে পাসপোর্টও জব্দ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে