Ajker Patrika

নিজেদের অন্তরঙ্গ ভিডিও মাত্র ২০০০ রুপিতে বিক্রি, দম্পতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও তৈরি করে তা বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওগুলো ওই দম্পতি অনলাইন সরাসরি দেখাত এবং রেকর্ড করা ভিডিও হিসেবেও বিক্রি করত। অনলাইনে দেখার জন্য ফি দিতে হতো বেশি, আর রেকর্ড করা ভিডিওর জন্য কম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও সরাসরি সম্প্রচার করে অর্থ উপার্জনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর ৩৭ বছর বয়সী স্ত্রীকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মাল্লিকার্জুন নগরের ওই দম্পতির বাড়ি থেকে হাই-ডেফিনেশন ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই দম্পতি স্বীকার করেছেন, সহজে রুপি রোজগারের জন্য তারা এই কাজ শুরু করেন। ওই ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক।

পুলিশ আরও জানিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে তারা তরুণ-তরুণীদের লক্ষ্য করে নিজেদের অন্তরঙ্গ ভিডিও লাইভ সম্প্রচার বা রেকর্ড করা ভিডিও বিক্রি করতেন। সরাসরি সম্প্রচার দেখতে হলে একজনকে ২ হাজার রুপি দিতে হতো, আর রেকর্ড করা ভিডিওর দাম ছিল ৫০০ রুপি। এই পন্থায় তারা ওই ব্যক্তির মূল পেশা থেকে আয় হওয়ার তুলনায় অনেক বেশি অর্থ উপার্জন করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওই দম্পতি উচ্চমানের ক্যামেরা ব্যবহার করে নিজেদের যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতেন। এ ছাড়া নিজেদের পরিচয় গোপন রাখতে ভিডিওর সময় তারা মুখে মাস্ক পরতেন বলেও জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার পূর্ব জোন টাস্ক ফোর্স ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত