Ajker Patrika

পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দপ্তরে রকেট হামলা

আপডেট : ১০ মে ২০২২, ১১: ০৩
পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দপ্তরে রকেট হামলা

ভারতের মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দপ্তরে একটি রকেটচালিত গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে সদর দপ্তরের কাচ ভেঙে গেছে। এটি রাস্তা থেকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ বলছে, এটি আরপিজির হামলা এবং বিস্ফোরণটিকে ছোটখাটো বলে উল্লেখ করেছে তারা।

মোহালি পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে এসএএস নগরের ৭৭ নম্বর সেক্টরে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দপ্তরে একটি ছোটখাটো বিস্ফোরণ হয়েছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত করা হচ্ছে। ফরেনসিক টিমকে ডাকা হয়েছে।

পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং সতর্কতা জারি করা হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল এরই মধ্যে ঘটনাস্থলে রয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, এটি একটি রকেট হামলার মতো বিস্ফোরণটি ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত