Ajker Patrika

ভারতে বাড়ছে বন্দিমৃত্যুর সংখ্যা

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৭: ০৯
ভারতে বাড়ছে বন্দিমৃত্যুর সংখ্যা

ভারতে বন্দিমৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই নিজেই জানিয়েছেন এই তথ্য। সম্প্রতি পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিত উত্তরে জানিয়েছেন, ২০২১-২২ সালে (ফেব্রুয়ারি পর্যন্ত) ভারতে ২ হাজার ১৫২ জন আসামি কারাগারে বন্দী অবস্থায় মারা যান। আর পুলিশি হেফাজতে মৃতের সংখ্যা ১৫৫।

ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) তথ্য উদ্ধৃত করে নিত্যানন্দ আরও জানান, দেশের মধ্যে বিচার বিভাগীয় হেফাজতে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি উত্তর প্রদেশে। সেখানে ৪৪৮ জন বন্দী মারা গেছেন। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এই সময়কালে মৃতের সংখ্যা ২৯।

এনএইচআরসির তথ্য অনুযায়ী, ভারতে বন্দিমৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী। ২০২১-২২ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৮৪০। তার আগের বছর ১ হাজার ৫৮৪ জন বন্দীর মৃত্যু হয়েছিল ভারতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত